নয়াদিল্লি, 2 ডিসেম্বর : ডিসেম্বরের শীতেও রাজনৈতিক উত্তাপে ফুটছে নয়াদিল্লি ৷ রাজ্যসভার 12 জন সাংসদকে বরখাস্তের প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত সংসদ চত্বরে ৷ আজও গান্ধি মূর্তির পাদদেশে বিক্ষোভে শামিল হন বিরোধী দলের সাংসদরা (Opposition Protest against 12 MPs suspension) ৷ মুখে-হাতে কালো কাপড় বেঁধে (Opposition leaders wearing black bands) অবস্থান বিক্ষোভ করে স্লোগান দেন তাঁরা ৷ বিক্ষোভে যোগ দেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধিও (Rahul Gandhi in Opposition Protest) ৷ সংসদের ভেতরেও ছিল একই উত্তাপের আঁচ ৷
সংসদের শীতকালীন অধিবেশনের (Winter Session of Parliament) প্রথম দিনই 12 জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করায়, তার প্রতিবাদে সরব হয়েছে বিরোধীরা ৷ অবিলম্বে সেই সাংসদদের সাসপেনশন তুলে নেওয়ার দাবিতে তারা অনড় ৷ আবার সরকারও জানিয়ে দিয়েছে, আগে ক্ষমা চাইতে হবে বরখাস্ত হওয়া 12 জন সাংসদকে ৷ তবে ক্ষমা চাওয়ার প্রশ্নই নেই বলে সাফ জানিয়ে দেন বিরোধীরা ৷ তৃণমূলের রাজ্যসভার সাংসদ (TMC Rajya Sabha MP) ডেরেক ও ব্রায়েন (Derek O'Brien) জানিয়ে দেন, 1 ডিসেম্বর থেকে মহাত্মা গান্ধির মূর্তির পাদদেশে ধর্না চলবে ৷ সোম থেকে শুক্রবার প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধে 6টা পর্যন্ত এই ধর্না চলবে বলে জানান তিনি ৷ সেই মতোই বৃহস্পতিবারও অধিবেশন শুরুর আগে সংসদের বাইরে চলে বিক্ষোভ ৷ মুখে-মাথায়-হাতে কালো কাপড় বেঁধে বিক্ষোভ দেখান রাহুল গান্ধি-সহ অন্যান্য বিরোধী নেতারা ৷ হাতে প্ল্যাকার্ড নিয়ে চলে স্লোগান ৷