নয়াদিল্লি, 4 অগস্ট: 'সত্যের জয় হবেই ৷' মোদি পদবি নিয়ে সুপ্রিম কোর্টের রায় সামনে আসতেই মুখ খুললেন রাহুল গান্ধি ৷ শুক্রবার এআইসিসি সদর দফতরে বসে রাহুল গান্ধি বলেন, "আজ নয় তো কাল, কাল না তো পরশু, সত্যের জয় হবেই ৷" একই সঙ্গে, এদিন তাঁর পাশে থাকার জন্য দেশবাসীকেও অভিনন্দন জানিয়েছেন কংগ্রেস নেতা ৷
মোদি পদবি নিয়ে শুক্রবার সুরাত আদালতের রায় খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ এর আগে মোদি পদবি নিয়ে মানহানী মামলায় সুরাত ম্যাজিস্ট্রেট আদালত রাহুল গান্ধিকে দু'বছরের কারাদণ্ডের সাজা দিয়েছিল ৷ যা বহাল রাখে গুজরাত আদালতও ৷ আর জনপ্রতিনিধিত্ব আইন 83 (3) অনুযায়ী দুই বছরের কারাদণ্ডের জেরে রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ করে দেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ৷ যদিও সেই রায়ের বিরুদ্ধে এরপর দেশের শীর্ষ আদালতে আর্জি জানান রাহুল গান্ধি ৷ সেই মামলাতেই রাহুল গান্ধির সাজার উপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ আর সেই রায় আসতেই এদিন রাহুল গান্ধি বলেন, "আজ না তো কাল, কাল না তো পরশু সত্যের জয় হবেই ৷ কিন্তু আমার পথ পরিষ্কার। আমার মনে স্বচ্ছতা আছে ৷ আমি জানি, আমাকে কী করতে হবে এবং আমার কাজ কী। যারা আমাদের সাহায্য করেছেন আমি তাদের সকলকে ধন্যবাদ জানাই। আমি দেশের জনগণকে তাদের ভালবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ জানাই।"