নয়াদিল্লি, 6 সেপ্টেম্বর:আবারওবিদেশ সফরে গেলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ৷ সূত্রের খবর, মঙ্গলবার ইউরোপ সফর যান তিনি ৷ দেশে জি-20 শীর্ষ সম্মেলনের প্রস্তুতি তুঙ্গে ৷ সেজে উঠেছে রাজধানী ৷ 9-10 সেপ্টেম্বর রাজধানীতে হবে জি-20 শীর্ষ সম্মেলন ৷ আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন থেকে শুরু করে বেশ কয়েকজন রাষ্ট্রনায়ক থাকবেন এই সম্মেলনে। এই আবহে কংগ্রেস সাংসদের ইউরোপ সফরকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল ৷
রাহুল গান্ধি দেশে ফিরবেন জি-20 সম্মেলন শেষের পরের দিন অর্থাৎ 11 সেপ্টেম্বর ৷ তিনি এই শীর্ষ সম্মেলনের সময় দেশে থাকছেন না ৷ জানা গিয়েছে, তিনি ইউরোপের ভারতীয়দের সঙ্গে বৈঠক করবেন ৷ 7 সেপ্টেম্বর ইউরোপিয়ান ইউনিয়নের আইনসভার সদস্যদের সঙ্গেও দেখা করবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে পড়ুয়াদের সঙ্গেও কথা বলবেন ৷ পরে দ্য হেগ-এ বৈঠক করার কথা কংগ্রেস তথা ইন্ডিয়া ব্লকের অন্যতম এই শীর্ষ নেতার ৷ এরপর 8 সেপ্টেম্বর প্যারিসে যাবেন ৷ সেখানে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে দেখা করবেন ৷ ফ্রান্সের রাজধানীতে লেবর ইউনিয়ন অফ ফ্রান্সের একটি বৈঠকেও অংশ নেবেন ৷