নয়াদিল্লি, 1 মার্চ: ট্রিমড দাড়ি, ছোট করে কাটানো চুল ৷ নতুন লুকে সোশাল মিডিয়ায় ভাইরাল কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi New Look) ৷ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ভাষণে যোগ দেওয়ার আগে রাহুল গান্ধির এই নতুন লুক প্রকাশ্যে এসেছে ৷ ‘ভারত জোড়ো যাত্রা’র সময় রাহুলের গালে বড় দাড়ি ও চুলের পাহাড় ছিল ৷ সেই লুক নিয়ে দীর্ঘ চর্চা হয়েছে ৷ সম্প্রতি সেই দাড়ি ছেঁটে ফেলেছেন কংগ্রেস নেতা ৷ চুলও ছোট করে কাটিয়েছেন ৷ যা নিয়ে সোশাল মিডিয়ায় আলোচনা ৷
রাহুলের ভাইরাল হওয়া ছবিতে ছোট চুল, ট্রিমড দাড়ি এবং পরনে ছিল স্যুট ৷ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একটি ভাষণে যোগ দিয়েছিলেন তিনি ৷ সেখানে এক পড়ুয়া রাহুলের সঙ্গে সেলফি তুলছিলেন ৷ সোশাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে একজন লিখেছেন, ‘‘অবশেষে রাহুল গান্ধি তাঁর দাড়ি ছাঁটলেন ৷’’ আবার আরেক টুইটার ব্যবহারকারী লেখেন, ‘‘আইটি-র লোকেদের কাছে বড় কাজ এসে গিয়েছে ৷ টাই, শার্ট, কোর্ট সবকিছুর দাম জানতে হবে ৷’’ এমনকি রাহুল গান্ধির ভাষণ নিয়েও অনেক কাজ আছে বলে কটাক্ষ করেন ওই ব্যক্তি ৷