পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Rahul Gandhi : 50 শতাংশ আয় বৃদ্ধি বিজেপির, টুইটে কটাক্ষ রাহুলের - Rahul Gandhi : 50 শতাংশ আয় বৃদ্ধি, বিজেপিকে কটাক্ষ রাহুলের

অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (Association for Democratic Reforms- ADR) নামে একটি এনজিও-র প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বিজেপিকে তীব্রভাবে আক্রমণ করলেন রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ রিপোর্টটি থেকে জানা যাচ্ছে, বিজেপি 2019-20 বর্ষে 3,623.28 কোটি টাকা উপার্জন করেছে । এই অনুদানের সিংহভাগ এসেছে নির্বাচনী বন্ডের মাধ্যমে ।

50 শতাংশ আয় বৃদ্ধি, বিজেপিকে কটাক্ষ রাহুলের
50 শতাংশ আয় বৃদ্ধি, বিজেপিকে কটাক্ষ রাহুলের

By

Published : Aug 28, 2021, 5:19 PM IST

Updated : Aug 28, 2021, 7:06 PM IST

নয়াদিল্লি, 28 অগস্ট : বিজেপির আয় বেড়েছে 50 শতাংশ ৷ সেই প্রতিবেদন প্রকাশ পাওয়ার পরই তা নিয়ে টুইটে খোঁচা রাহুল গান্ধির (Rahul Gandhi) ৷ প্রতিবেদনে জানানো হয়েছে, নির্বাচনী বন্ডের মাধ্যমে এই আয় বেড়েছে বিজেপির ৷ কেন্দ্রের শাসকদলের আয় বাড়ার কথা জানিয়ে জনসাধারণ প্রতি তাঁর জিজ্ঞাসা, আপনাদের আয় বাড়ল কি? ৷

কংগ্রেস সাংসদ এদিন টুইটে লেখেন, "বিজেপির আয় 50 শতাংশ বেড়েছে । আর আপনার?" এরই সঙ্গে রাহুল একটি এনজিও-র রিপোর্ট শেয়ার করেছেন ৷ অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (Association for Democratic Reforms- ADR) নামে ওই এনজিও-র একটি প্রতিবেদনে বলা হয়েছে, 2019-20 সালে গেরুয়া শিবিরের আয় 50 শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং নির্বাচনী বন্ডের মাধ্যমে প্রচুর অনুদান এসেছে দলে ৷ রিপোর্টে বলা হয়েছে, সংশ্লিষ্ট বর্ষে বিজেপি 3,623.28 কোটি টাকা উপার্জন করেছে, যার একটি সিংহভাগ এসেছে নির্বাচনী বন্ডের মাধ্যমে ।

কংগ্রেস নির্বাচনী বন্ডের বিরোধিতা করেছে ৷ তাদের অভিযোগ, এটি ক্ষমতাসীন দলকে সাহায্য করে ।

আরও পড়ুন : Mamata Banerjee : সাংবিধানিক কাঠামো রক্ষায় মুখ্যমন্ত্রীদের সমাবেশের ডাক মমতার

Last Updated : Aug 28, 2021, 7:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details