নয়াদিল্লি, 20 ডিসেম্বর: 'ইন্ডিয়া' জোটের বৈঠক শেষে এবার পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতাদের সঙ্গে পৃথকভাবে আলোচনায় বসল এআইসিসি ৷ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, দীপা দাশমুন্সি-সহ সহ রাজ্য কংগ্রেসের তাবড় নেতাদের সঙ্গেই বুধবার বৈঠক করেন রাহুল গান্ধি, মল্লিকার্জুন খাড়গেরা ৷ আর সেই বৈঠক শেষে অধীর চৌধুরী বলেন, "পশ্চিমবঙ্গ থেকে আমাদের সমস্ত সিনিয়র নেতারা বৈঠকে যোগ দিয়েছিলেন ৷ আমাদের মতামত তুলে ধরেছি।"
জোট বৈঠকের আগেই কংগ্রেস-সিপিএম নিয়ে বড় বার্তা দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পশ্চিমবঙ্গে বাম-কংগ্রেসের সঙ্গে কোন সমীকরণে তৃণমূল এগোতে চায় তাও একরকম খোলসা করে দিয়েছেন মমতা ৷ এই মুহূর্তে সর্বভারতীয় স্তরে জোটের অন্যতম শরিক হিসাবে কংগ্রেস এবং বামেরা তৃণমূলের সঙ্গে চললেও, রাজ্যে তারা কার্যত তৃণমূলের সংস্পর্শ এড়িয়ে চলতেই চাইছে ৷ এই আবহে মূলত কোন ফর্মুলায় আসন ভাগাভাগি করে রাজ্যে ভোটে লড়বে কংগ্রেস সেই নিয়েই এদিন রাজ্য কংগ্রেস নেতৃত্বের মতামত হাইকমান্ড জানতে চেয়েছে বলে কংগ্রেস সূত্রে খবর ৷