নয়াদিল্লি, 8 অগস্ট: আজ বিজেপি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করবে কংগ্রেস ৷ সূত্রের খবর, সোমবার লোকসভার সদস্য পদ ফিরে পেয়েছেন সাংসদ রাহুল গান্ধি ৷ তিনিই হয়তো কংগ্রেসের হয়ে অনাস্থা প্রস্তাবের বিতর্কের সূচনা করবেন ৷ যদিও কংগ্রেসের লোকসভা সাংসদ গৌরব গগৈ এই প্রস্তাবের নোটিশ দিয়েছিলেন ৷ তাই নিয়ম অনুযায়ী আজ তিনিই অনাস্থা প্রস্তাব পেশ করবেন ৷ এরপর দলই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, কে আলোচনা শুরু করবে ৷
সংসদ সূত্র অনুযায়ী, মঙ্গল-বুধ এবং বৃহস্পতিবার পর্যন্ত অনাস্থা প্রস্তাবের বিতর্ক চলবে ৷ এরপর 10 অগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তর দিতে পারেন বলে জানা গিয়েছ ৷ তবে 9-10 তারিখে লোকসভার কাজকর্ম নিয়ে সরকারি ঘোষণা এখনও বাকি রয়েছে ৷
রাজনৈতিক ওয়াকিবহাল মহলের একাংশ মনে করছে, কংগ্রেস হয়তো রাহুল গান্ধিকে প্রধান বক্তা হিসেবে বেছে নেবে ৷ এর ফলে কেন্দ্রীয় সরকার যথেষ্ট চাপে পড়বে বলে মনে করে প্রাচীনতম দলটি ৷ 4 অগস্ট, শুক্রবারই রাহুল গান্ধির বিরুদ্ধে মানহানির মামলার সাজায় স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ এর পরপরই তাঁকে যত দ্রুত সম্ভব সংসদে ফেরানোর জন্য তোড়জোড় শুরু করেছিল দল ৷ যাতে তিনি 8 অগস্ট লোকসভায় অনাস্থা প্রস্তাবের বিতর্কে অংশ নিতে পারেন ৷
আরও পড়ুন: লোকসভায় অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনার সম্ভাবনা, জানুন কবে ?
উল্লেখ্য, 19 জুলাই মণিপুরের কুকি সম্প্রদায়ের দুই তরুণীকে নগ্ন করে হাঁটানোর ভিডিয়ো সামাজিক মাধ্যমে ভাইরাল হয় ৷ তাঁদের উপর যৌন হেনস্থার অভিযোগও উঠেছে ৷ এই ঘটনায় উত্তাল হয়ে ওঠে দেশ, রাজনীতি ৷ এর পরদিন অর্থাৎ 20 জুলাই সংসদের বাদল অধিবেশন শুরু হয় ৷ অধিবেশন শুরুর আগে সংসদের বাইরে প্রথম মণিপুর নিয়ে মন্তব্য করতে শোনা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৷
এদিকে মণিপুর নিয়ে উত্তাল হয়ে ওঠে বাদল অধিবেশন ৷ বিরোধীরা উত্তর-পূর্ব রাজ্যটিকে নিয়ে সংসদের অভ্যন্তরে প্রধানমন্ত্রীর কাছ থেকে বিবৃতি দাবি করে ৷ প্রধানমন্ত্রীর কাছ থেকে বিবৃতির দাবিতে 26 জুলাই কংগ্রেসের পক্ষে লোকসভা সাংসদ গৌরব গগৈ অনাস্থা প্রস্তাব আনার নোটিশ জমা দেন অধ্যক্ষ ওম বিড়লার কাছে ৷ সেদিনই তিনি তাতে অনুমতি দেন ৷ গৌরব গগৈ ছাড়াও অন্য বিরোধী দলগুলির নেতারাও এই নোটিশ পাঠান ৷ 1 অগস্ট জানা যায়, লোকসভায় অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা ও ভোটাভুটি হতে পারে ৷
আরও পড়ুন: কেন্দ্রের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে অনুমতি দিলেন অধ্যক্ষ ওম বিড়লা
তবে সংখ্যাতত্ত্বের বিচারে লোকসভায় পিছিয়ে বিরোধী ইন্ডিয়া জোট ৷ লোকসভায় 543 টি আসনের মধ্যে এনডিএ-র প্রধান দল বিজেপির দখলেই রয়েছে 301টি আসন ৷ তাই একক সংখ্যাগরিষ্ঠতায় এগিয়ে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ৷ তাও এই অনাস্থা প্রস্তাব আনার উদ্দশ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চাপে ফেলা, তা বলার অপেক্ষা রাখে না ৷