পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Rahul Gandhi: ওয়ানাড়ে গেলেন রাহুল, স্বাগত জানাতে বিশেষ প্রস্তুতি - বাড়িতেই থাকতেন ওয়ানডের সাংসদ

কয়েক মাস বাদে সাংসদ পদ ফিরে পেয়েছেন রাহুল। লোকসভায় অনাস্থা প্রস্তাব নিয়ে চর্চায় অংশও নিয়েছেন। এবার সরকারি বাংলো ফিরিয়ে দেওয়া হল রাহুলকে।

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 12, 2023, 7:30 AM IST

Updated : Aug 12, 2023, 8:44 AM IST

নয়াদিল্লি, 12 অগস্ট: সাংসদ পদ ফিরে পেয়েছেন আগেই। এবার সরকারি বাংলো ফিরে পেলেন রাহুল গান্ধি। সূত্রের খবর, 12 নম্বর তুঘলক রোডের সরকারি বাংলো আবারও রাহুলকে ফিরিয়ে দেওয়া হয়েছে। মোদি-পদবি মামলার জেরে সাংসদ পদ হারানোর পর সরকারি বাংলো ছাড়তে হয়েছিল প্রাক্তন কংগ্রেস সভাপতিকে।

এরপর 20 এপ্রিল থেকে মা সোনিয়া গান্ধির 10 জনপথ রোডের বাড়িতেই থাকতেন ওয়ানাড়ের সাংসদ। একই সঙ্গে শুক্রবার রাতেই নিজের সংসদীয় এলাকায় গিয়েছেন রাজীব-তনয়। সাংসদ পদ ফিরে পাওয়ার পর নিজের সংসদীয় এলাাকায় এটাই তাঁর প্রথম সফর। জানা গিয়েছে, তাঁর সাংসদ পদ ফিরে পাওয়াকে স্মরণীয় করে রাখতে শনি এবং রবিবার বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাতে যোগ দিতেই গিয়েছেন রাহুল।

ওয়ানাড় সফরের কথা আগেই জানা গিয়েছিল। কেরল কংগ্রেসের সভাপতি ভিটি সিদ্দিকী জানিয়েছিলেন, 12 তারিখ ওয়ানাড়ে যাবেন রাহুল। তাছাড়া রাজনৈতিক মহলের একটা বড় অংশও মনে করেছিল, সংসদের অধিবেশন মিটতেই নিজের সংসদীয় এলাকায় যেতে পারেন তিনি। তাঁকে স্বাগত জানাতে বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পাশাপাশি, জেলা কংগ্রেসের একটি বৈঠকও হওয়ার কথা রয়েছে। সেখানেই দলীয় সতীর্থদের সঙ্গে কথা বলবেন রাহুল ।

মোদি-পদবি নিয়ে বিতর্কে জড়ান রাহুল। গত লোকসভা নির্বাচনের সময় তাঁর একটি মন্তব্য ঘিরে তোলপাড় পড়ে যায়। বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত। দীর্ঘদিন বাদে চলতি বছরের মার্চ মাসে রাহুলকে মানহানির মামলায় 2 বছরের সাজা দেয় সুরাতের আদালত। এর জেরেই রাহুলের সাংসদ পদ খারিজ হয়ে যায় । গুজরাত হাইকোর্টও সুরাতের আদালতের রায় বহাল রাখে। শেষমেশ অগস্ট মাসের গোড়ায় সুপ্রিম কোর্ট রায়ের উপর স্থগিতাদেশ দেওয়ায় সাংসদ পদ ফিরে পান রাহুল। এবার তাঁর সাংসদ পদও ফিরিয়ে দেওয়া হল।

আরও পড়ুন:প্রধানমন্ত্রী চাইলেই 2-3 দিনে মণিপুরে শান্তি আনা সম্ভব, দাবি রাহুল গান্ধির

Last Updated : Aug 12, 2023, 8:44 AM IST

ABOUT THE AUTHOR

...view details