নয়াদিল্লি, 3 সেপ্টেম্বর:গান্ধি পরিবারের সঙ্গে লালু প্রসাদ যাদবের ঘনিষ্ঠতার কথা কারও অজানা নয় ৷ সাম্প্রতিক সময়ের কিছু ঘটনা এটা আরও স্পষ্ট করেছে যে, আরজেডি সভাপতি ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির মধ্যে সম্পর্ক অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ । দিনকয়েক আগেই বিরোধী জোট ইন্ডিয়ার বৈঠকে রাহুলকে বিয়ে করার পরামর্শ দিয়েছিলেন লালু ৷ আর এ বার তিনি সনিয়া-পুত্রকে শেখালেন বিশেষ এক মাটন রেসিপি ৷
সম্প্রতি, লালুর সঙ্গে দেখা হলে তাঁর থেকে চম্পারণ মাটনের রেসিপি শেখেন রাহুল গান্ধি ৷ নিজেই টুইটার হ্যান্ডেলে রান্না শেখার সেই ভিডিয়োটি শেয়ার করেছেন রাগা ৷ ক্যাপশনে লিখেছেন, লালু প্রসাদ যাদবের সঙ্গে 'রাজনৈতিক মশলা' এবং মাটন তৈরির গোপন রেসিপি নিয়ে আলোচনা করছেন তিনি । সেই ভিডিয়ো ভাইরাল হতে বেশি সময় নেয়নি ৷
লালুর থেকে মাটন রেসিপি শিখলেন রাহুল: এই ভিডিয়োটি আরজেডি সাংসদ মিসা ভারতীর বাসভবনের । সেখানেই লালু প্রসাদ যাদবের সঙ্গে দেখা করেন রাহুল গান্ধি । সেই সময় লালু তাঁকে চম্পারণ মাটন বানাতে শেখান । ভিডিয়োতে দেখা গিয়েছে যে, লালু উঠে দাঁড়ালেন এবং রাহুলকে বললেন মাটন বানানোর সময় হলুদ, ধনে গুঁড়ো এবং পেঁয়াজের সঙ্গে কত পরিমাণ রসুনের পেস্ট দিতে হবে । এই সময় মিসা ভারতীকেও রাহুলকে রান্নায় সাহায্য করতে দেখা যায় । বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব এবং অন্যান্য নেতারা তাঁদের আশপাশেই ছিলেন ৷ সবাই একে-অপরের সঙ্গে কথা বলছিলেন । মাটনের রেসিপির পাশাপাশি তাঁরা রাজনীতি নিয়েও আলোচনা করেন ।