রায়পুর, 29 অক্টোবর: ছত্তিশগড় বিধানসভা ভোটের প্রচারকে হাতিয়ার করে 24-এর সুর বাঁধতে চাইছে কংগ্রেস ? রাজ্য সরকারের কৃষক মডেল সারা ভারতে কার্যকর করা হবে বলে রবিবার রায়পুরে দাঁড়িয়ে বার্তা দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ আর সেই বক্তব্য থেকেই স্পষ্ট, পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের মধ্যে দিয়েই লোকসভা ভোটের প্রস্তুতি শুরু করতে চাইছে কংগ্রেস ৷ এদিন রায়পুরের কাছে একটি গ্রামে কৃষকদের সঙ্গে ধান কাটতেও দেখা যায় রাহুলকে ৷ আর তারপরই তিনি জানান, ছত্তিশগড়ে কংগ্রেস সরকারের কৃষকপন্থী 'মডেল'কে সারা ভারতে কার্যকর করা হবে।
এদিন রাহুল গান্ধি কৃষকদের স্বার্থে ছত্তিশগড়ে কংগ্রেস সরকারের পাঁচটি প্রকল্প তুলে ধরেন ৷ যার মধ্যে তিনি দাবি করেছেন, সরকারের সবচাইতে উল্লেখযোগ্য পদক্ষেপ কৃষকদের ঋণ মকুব এবং ভর্তুকি প্রদান ৷ রাহুল পরে এক্স হ্যান্ডেলে একটি পোস্টে লিখেছেন, "যদি কৃষক সুখী হয়, তবে ভারত সুখী ৷" এদিন সকালে রাহুল রায়পুরের কাছে কাথিয়া গ্রামেও গিয়েছিলেন ৷ সেখানে তাঁকে কৃষক এবং শ্রমিকদের সঙ্গে একপ্রস্থ আলোচনা করতেও দেখা যায় ৷ এরপরই কৃষকদের সঙ্গে নিয়ে মাঠে নেমে ধান কাটতেও দেখা যায় রাহুলকে । রাজ্য দলের এক নেতা জানিয়েছেন, কৃষকদের এদিন ধান কাটতে সহায়তা করেছেন রাহুল গান্ধি।
ধানের ক্ষেতে কৃষকদের সঙ্গে কাজ করা এবং তাঁদের সঙ্গে আলাপচারিতা করার সময়ের রাহুলের ছবি প্রকাশ করেছে কংগ্রেস। সফরের পর রাহুল নিজেও তাঁর এক্স হ্যান্ডেলে একই ছবি পোস্ট করেছেন । একই সঙ্গে তিনি লিখেছেন, ছত্তিশগড়ের কৃষকদের জন্য কংগ্রেস সরকার পাঁচটি সেরা কাজ করেছে। যা ভারতের মধ্যে এখানকার কৃষকদের সবচেয়ে সুখী করেছে।