পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Rahul on Pro-Farmer Model: কাস্তে হাতে ধান কেটে কৃষক মডেলের পক্ষে সওয়াল রাহুলের

ছত্তিশগড়ে নির্বাচনী প্রচার থেকে রাহুল গান্ধি কংগ্রেস সরকারের পাঁচটি প্রকল্প তুলে ধরেছেন, যার মধ্যে কৃষকদের ঋণ মুকুব এবং ভর্তুকির প্রসঙ্গও তুলে ধরেছেন তিনি । কৃষকদের স্বার্থে যে কাজ করছে ছত্তিশগড় সরকার তা সারা দেশে কার্যকর করা হবে বলেও জানান কংগ্রেস সাংসদ ।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Oct 29, 2023, 4:33 PM IST

রায়পুর, 29 অক্টোবর: ছত্তিশগড় বিধানসভা ভোটের প্রচারকে হাতিয়ার করে 24-এর সুর বাঁধতে চাইছে কংগ্রেস ? রাজ্য সরকারের কৃষক মডেল সারা ভারতে কার্যকর করা হবে বলে রবিবার রায়পুরে দাঁড়িয়ে বার্তা দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ আর সেই বক্তব্য থেকেই স্পষ্ট, পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের মধ্যে দিয়েই লোকসভা ভোটের প্রস্তুতি শুরু করতে চাইছে কংগ্রেস ৷ এদিন রায়পুরের কাছে একটি গ্রামে কৃষকদের সঙ্গে ধান কাটতেও দেখা যায় রাহুলকে ৷ আর তারপরই তিনি জানান, ছত্তিশগড়ে কংগ্রেস সরকারের কৃষকপন্থী 'মডেল'কে সারা ভারতে কার্যকর করা হবে।

এদিন রাহুল গান্ধি কৃষকদের স্বার্থে ছত্তিশগড়ে কংগ্রেস সরকারের পাঁচটি প্রকল্প তুলে ধরেন ৷ যার মধ্যে তিনি দাবি করেছেন, সরকারের সবচাইতে উল্লেখযোগ্য পদক্ষেপ কৃষকদের ঋণ মকুব এবং ভর্তুকি প্রদান ৷ রাহুল পরে এক্স হ্যান্ডেলে একটি পোস্টে লিখেছেন, "যদি কৃষক সুখী হয়, তবে ভারত সুখী ৷" এদিন সকালে রাহুল রায়পুরের কাছে কাথিয়া গ্রামেও গিয়েছিলেন ৷ সেখানে তাঁকে কৃষক এবং শ্রমিকদের সঙ্গে একপ্রস্থ আলোচনা করতেও দেখা যায় ৷ এরপরই কৃষকদের সঙ্গে নিয়ে মাঠে নেমে ধান কাটতেও দেখা যায় রাহুলকে । রাজ্য দলের এক নেতা জানিয়েছেন, কৃষকদের এদিন ধান কাটতে সহায়তা করেছেন রাহুল গান্ধি।

ধানের ক্ষেতে কৃষকদের সঙ্গে কাজ করা এবং তাঁদের সঙ্গে আলাপচারিতা করার সময়ের রাহুলের ছবি প্রকাশ করেছে কংগ্রেস। সফরের পর রাহুল নিজেও তাঁর এক্স হ্যান্ডেলে একই ছবি পোস্ট করেছেন । একই সঙ্গে তিনি লিখেছেন, ছত্তিশগড়ের কৃষকদের জন্য কংগ্রেস সরকার পাঁচটি সেরা কাজ করেছে। যা ভারতের মধ্যে এখানকার কৃষকদের সবচেয়ে সুখী করেছে।

রাহুলের দাবি, ছত্তিশগড় সরকার ধানের কুইন্টাল প্রতি দু’হাজার 640 টাকা, 26 লক্ষ কৃষককে 23 হাজার কোটি টাকা ভর্তুকি, 19 লক্ষ কৃষকের 10 হাজার কোটি টাকার ঋণ মকুব করা হয়েছে । বিদ্যুতের বিল অর্ধেক করা হয়েছে, পাঁচ লক্ষ কৃষি শ্রমিককে বছরে সাত হাজার টাকা দিচ্ছে সরকার। এই মডেলই আমরা ভারত জুড়ে কার্যকর করব।"

আরও পড়ুন: ছত্তিশগড়ে কেজি থেকে পিজি পর্যন্ত বিনামূল্যে স্কুলে শিক্ষাদানের প্রতিশ্রুতি রাহুলের

উল্লেখ্য, 2018 সালের বিধানসভা নির্বাচনের পরে কংগ্রেস ক্ষমতায় আসার পরে কৃষকদের জন্য এই যাবতীয় পরিকল্পনা ভূপেশ বাঘেল সরকার চালু করেছিল। রাহুল শনিবার থেকে দু'দিনের ছত্তিশগড় সফর করছেন। রবিবার রাজনান্দগাঁও এবং কাওয়ার্ধা নির্বাচনী এলাকায় দু’টি জনসভায় বক্তব্য রাখবেন তিনি । 90 সদস্যের ছত্তিশগড় বিধানসভার ভোট 7 এবং 17 নভেম্বর দুই দফায় অনুষ্ঠিত হবে। ভোট গণনা হবে 3 ডিসেম্বর।

ABOUT THE AUTHOR

...view details