রায়পুর, 28 অক্টোবর: কেজি থেকে পিজি (স্নাতকোত্তর স্তর) পর্যন্ত বিনামূল্যে পড়ানোর প্রতিশ্রুতি দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ ছত্তিশগড়ে ভোটে জিতলে কংগ্রেস এই প্রতিশ্রুতি পালন করবে বলে তিনি জানিয়েছেন ৷ শনিবার দু’দিনের ছত্তিশগড় সফরের প্রথম দিনে ভানুপ্রতাপপুরে পৌঁছান রাহুল গান্ধি । সেখানে এক জনসভায় অংশ নেন ৷ সেখানেই তিনি এই কথা বলেন ৷
ওই জনসভায় তিনি দেশে কংগ্রেস দ্বারা পরিচালিত প্রকল্পগুলি উল্লেখ করেন ৷ বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ করেন । রাহুল গান্ধির সঙ্গে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, উপ-মুখ্যমন্ত্রী টিএস সিংদেও, রাজ্যের ইনচার্জ কুমারী শৈলজা, বিধানসভার অধ্যক্ষ চরণ দাস মহন্তও ভানুপ্রতাপপুর পৌঁছেছেন। কাঙ্কের জেলার তিনটি বিধানসভা কেন্দ্রের প্রার্থীরাও উপস্থিত ছিলেন ওই সভায় ।
প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে রাহুলের অভিযোগ: ভানুপ্রতাপপুরে রাহুল গান্ধি প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে অনেক অভিযোগ করলেন । রাহুল বলেন, ‘‘দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যা করেন, তিনি কেবল আদানিজির জন্য করেন । কংগ্রেস যা করে, দেশের জন্য করে । গরিবদের জন্য করে৷ কৃষক ও মহিলাদের জন্য করে ।’’
কৃষক ও দরিদ্রদের টাকা আদানি খরচ করছে:রাহুল বলেন, ‘‘কৃষকদের কাছে যে টাকা আসে, তা গ্রামীণ অর্থনীতি তৈরি করে । আমরা কৃষকদের যে টাকা দিই, প্রধানমন্ত্রী মোদি সেই টাকা আদানিকে দেন । আদানি আমাদের দেশের গরিবদের টাকা দিয়ে বিদেশে বাড়ি কিনছে, জমি কিনছে ।’’
আরও পড়ুন:মৃত্যুদণ্ড প্রাপ্ত প্রাক্তন নৌসেনাদের মুক্তির দাবিতে সরব কংগ্রেস
জাতি শুমারি নিয়ে প্রধানমন্ত্রী মোদিকে আক্রমণ: রাহুল গান্ধি আবারও জাতি শুমারি নিয়ে প্রধানমন্ত্রী মোদিকে আক্রমণ করেছেন । তাঁর বক্তব্য, প্রধানমন্ত্রী মোদি বলেছেন যে তিনি ওবিসি সরকার চালান ৷ কিন্তু জাতি শুমারির বিষয়ে উত্তর দিতে ভয় পান । রাহুলের আরও দাবি, দেশ চালাচ্ছেন মাত্র 90 জন, যার মধ্যে মাত্র তিনজন ওবিসি । ভারতের বাজেট 45 লক্ষ কোটি টাকা । এর মধ্যে বাজেটের মাত্র পাঁচ শতাংশ বিষয়ে সিদ্ধান্ত নেন এই তিন কর্মকর্তা । ওবিসি-রা দেশের মেরুদণ্ড । দেশে 50 শতাংশেরও বেশি ওবিসি জনসংখ্যা রয়েছে ।
বনবাসী ও আদিবাসীদের অর্থ কী, বললেন রাহুল: রাহুল গান্ধির বক্তব্য, বিজেপি আদিবাসীদের-বনবাসী বলে । আদিবাসীদের বনবাসী বলা তাদের অপমান । এটা তাদের সংস্কৃতির অপমান । এটা তাদের জীবনযাপন পদ্ধতির অপমান । মধ্যপ্রদেশে এক আদিবাসী যুবকের গায়ে প্রস্রাব করলেন বিজেপি নেতা । আদিবাসীদের নিয়ে এটাই বিজেপির ভাবনা । কংগ্রেস আদিবাসীদের জন্য বিল আনে ৷ কিন্তু বিজেপি তা নষ্ট করে দিয়েছে ।