উদুপি (কর্ণাটক), 28 এপ্রিল: মাছে হাত দেওয়ায় মন্দিরে প্রবেশ করলেন না কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ কর্ণাটকের উচিলাতে ঘটনাটি ঘটেছে ৷ সেখানে মহালক্ষ্মী মন্দিরে প্রবেশ করতে অস্বীকার করেন তিনি ৷ মন্দিরে বাইরে দাঁড়িয়ে প্রার্থনা করেই তিনি সেখান থেকে চলে যান ৷
প্রসঙ্গত, কর্ণাটকে আগামী 10 মে ভোট ৷ রাহুল তাই ওই রাজ্যে প্রচারে ব্যস্ত ৷ বৃহস্পতিবার তিনি সেখানকার উদুপি জেলায় প্রচার করেন ৷ পরে কংগ্রেসের এই নেতা মৎস্য়জীবী সম্প্রদায়ের দ্বারা আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন । উদুপি জেলা কংগ্রেসের তত্ত্বাবধানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় । সভা শেষ হলে, এক মহিলা কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে একটি বড় আকারের অঞ্জল মাছ উপহার দেন । ওই মহিলা কংগ্রেস নেতার সঙ্গে কিছু ছবিও তোলেন । ছবির ফ্রেমে রাহুল গান্ধিকে মাছ স্পর্শ করতে দেখা গিয়েছে । উপহার পেয়ে খুশি হন রাহুল ৷
ওই অনুষ্ঠান শেষে রাহুল স্থানীয় কাপু তালুকের উচিলায় মহালক্ষ্মী মন্দিরে যান । মন্দিরে প্রবেশের আগে রাহুল গান্ধি সেখানে উপস্থিত কয়েকজন পুরোহিতকে জিজ্ঞাসা করেন, তিনি কি হাত না ধুয়ে দেবীর প্রার্থনা করতে পারেন ? কংগ্রেস নেতারা ও মোগাভিরা মৎস্য়জীবী সম্প্রদায়ের লোকেরা, যাঁরা রাহুল গান্ধির সঙ্গে ছিলেন, তাঁরা বলেছিলেন যে কোনও সমস্যা নেই, তাঁর গর্ভগৃহে যাওয়া উচিত ।