পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Rahul Gandhi Controversy: 'রাহুলের বান্ধবীর অভাব নেই', সংসদ বিতর্কে বিহারের মহিলা বিধায়ক - Smriti Zubin Irani

স্মৃতি ইরানিকে লক্ষ্য করে চুমু ছোড়ার অভিযোগ উঠেছে রাহুল গান্ধির বিরুদ্ধে ৷ এবার বিহারের এক মহিলা বিধায়ক বিস্ফোরক মন্তব্য করলেন ৷ তিনি জানালেন, স্মৃতি ইরানির মতো 50 বছর বয়সি মহিলার দিকে রাহুল কেন চুমু ছুড়তে যাবেন ৷

ETV Bharat
রাহুল গান্ধির ফ্লাইং কিস বিতর্ক

By

Published : Aug 11, 2023, 11:42 AM IST

Updated : Aug 11, 2023, 11:54 AM IST

পটনা, 11 অগস্ট:ফ্লাইং কিস বিতর্ক চলছেই ৷ রাহুল গান্ধির পাশে দাঁড়ালেন বিহারে কংগ্রেসের মহিলা বিধায়ক নীতু সিং ৷ 9 অগস্ট লোকসভায় অনাস্থা প্রস্তাবে বক্তৃতা দিয়েছেন কংগ্রেস সাংসদ ৷ তারপরেই কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি তাঁর বিরুদ্ধে চুমু ছুড়ে দেওয়ার অভিযোগ তুলেছেন ৷ এই ঘটনায় নীতু সিংয়ের প্রশ্ন, রাহুল কেন একজন পঞ্চাশ ছুঁই ছুঁই মহিলার দিকে ফ্লাইং কিস ছুড়তে যাবেন ?

তিনি বলেন, "রাহুল গান্ধির জীবনে বান্ধবীর অভাব নেই ৷ যদি তিনি ফ্লাইং কিস করেন, তাহলে তা কোনও মেয়ের উদ্দেশ্যে করবেন ৷ কোনও 50 বছর বয়সি মহিলাকে কেন করতে যাবেন ? স্মৃতি ইরানির লজ্জা পাওয়া উচিত ৷" এরপর তিনি কেন্দ্রীয় শিশু ও নারী কল্যাণ মন্ত্রীর ব্যক্তিগত জীবনে নিয়ে মন্তব্য করেন, "যে বন্ধু তাঁকে (স্মৃতি ইরানি) আশ্রয় দিয়েছিল, তাঁর স্বামীকেই স্মৃতি ইরানি বিয়ে করেছেন ৷ রাহুল গান্ধির বিরুদ্ধে তোলা অভিযোগ একেবারে ভুল ৷ ভিডিয়োতে এমন কিছু ধরা পড়েনি ৷" তবে তাঁর এহেন মন্তব্যে বিতর্ক তৈরি হবে, তা বলার অপেক্ষা রাখে না ৷

নীতু সিং, স্মৃতি ইরানির বিরুদ্ধে রীতিমতো তোপ দেগে বলেন, "আমাদের নেতা রাহুল গান্ধির বিরুদ্ধে এমন কথা বলেছেন ৷ তাঁর লজ্জা পাওয়া উচিত ৷ আমরা সবাই এই ভিডিয়ো দেখেছি ৷ রাহুল গান্ধি অধ্যক্ষের দিকে তাকিয়ে ছিলেন ৷ এই অবস্থায় স্মৃতি ইরানি কীভাবে বুঝলেন যে, রাহুল গান্ধি তাঁকে চুমু ছুড়ছেন ৷" বিহারের মহিলা বিধায়কের অভিযোগ, এটা সুপরিকল্পভাবে করা হয়েছে ৷ মন্ত্রী স্মৃতি ইরানি রাহুল গান্ধির বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা চালাচ্ছেন ৷

আরও পড়ুন: মহিলা সাংসদদের উদ্দেশে ফ্লাইং কিস! রাহুলের বিরুদ্ধে অভিযোগ দায়ের

7 অগস্ট প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি সাংসদ পদ ফিরে পান ৷ 8 অগস্ট থেকে সংসদে বিজেপি সরকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের বিতর্ক চলছিল ৷ 9 তারিখ রাহুল লোকসভায় অনাস্থা প্রস্তাব নিয়ে বক্তৃতা দেন এবং তারপর বেরিয়ে যান ৷ তাঁর পরেই বলতে ওঠেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ৷ তিনি তাঁর ভাষণে রাহুলের বিরুদ্ধে ফ্লাইং কিসের অভিযোগ আনেন ৷ এমনকী বিজেপির মহিলা সাংসদেরা মিলে অধ্যক্ষের কাছে রাহুল গান্ধির বিরুদ্ধে অভব্য আচরণের নালিশ জানিয়ে চিঠি লিখেছেন ৷

Last Updated : Aug 11, 2023, 11:54 AM IST

ABOUT THE AUTHOR

...view details