নয়াদিল্লি, 12 জুলাই: ব্যক্তিগত সফরে আবারও বিদেশ সফরে গেলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি। ঘনঘন ব্যক্তিগত কারণে রাহুলের বিদেশ সফর নিয়ে প্রায়ই কটাক্ষ করে থাকে বিজেপি-সহ বিরোধী দলগুলি (Rahul Gandhi goes for foreign trip)৷ খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রায়ই এ নিয়ে রাহুলকে কটাক্ষ করেন। এমতাবস্থায় আবারও বিদেশ সফরে গেলেন রাহুল। কংগ্রেসের তরফে তাঁর বিদেশ সফর নিয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। তবে এটুকু জানানো হয়েছে তিনি আগামী রবিবার দেশে ফিরছেন। ফলে সোমবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন তিনি। তবে বিদেশ সফরে যাওয়ায় বৃহস্পতিবার কংগ্রেসের দু'টি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নিতে পারবেন না তিনি। ওই দিন 'ভারত জড়ো যাত্রা'র আয়োজন করেছে কংগ্রেস ৷ তাছাড়া ওই দিনই কংগ্রেসের সাংগঠনির নির্বাচন হওয়ার কথা। কিন্তু বিদেশে থাকার কারণে এই দুটি কর্মসূচিতেই অংশ নেওয়া হবে না সাংসদের।
দিন কয়েক আগে পরপর পাঁচ দিন ইডি-র জেরার মুখে পড়েন রাহুল। ন্যাশনাল হেরাল্ড মামলায় তদন্ত করছে ইডি । আর সেই মামলাতেই পরপর পাঁচ দিনে প্রায় 55 ঘণ্টা জেরা করা হয়েছে তাঁকে। এরপর দেশ জুড়ে আন্দোলনে নামে কংগ্রেস। দিল্লিতেও বিক্ষোভ দেখান কংগ্রেসের কর্মী সমর্থকরা। সে সময় দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে কংগ্রেস নেতা-কর্মীদের মারধরের অভিযোগ ওঠে দিল্লি পুলিশের বিরুদ্ধে।