পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Rahul Foreign Trip: আবারও বিদেশ সফরে রাহুল, থাকবেন না দলের সাংগঠনিক নির্বাচনে - কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন

গুরুত্বপূর্ণ সাংগঠনিক নির্বাচনের আগে মঙ্গলবার বিদেশ সফরে গেলেন রাহুল গান্ধি (Rahul Gandhi is in foreign trip)। কংগ্রেস সূত্রে খবর, রবিবার দেশে ফিরে আসবেন তিনি। সেক্ষেত্রে সোমবারের রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন তিনি। কিন্তু তার আগে 'ভারত জড়ো যাত্রা' এবং দলের সাংগঠনিক নির্বাচনে অংশ নিতে পারবেন না সাংসদ।

Rahul in foreign
বিদেশে গেলেন রাহুল

By

Published : Jul 12, 2022, 5:42 PM IST

নয়াদিল্লি, 12 জুলাই: ব্যক্তিগত সফরে আবারও বিদেশ সফরে গেলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি। ঘনঘন ব্যক্তিগত কারণে রাহুলের বিদেশ সফর নিয়ে প্রায়ই কটাক্ষ করে থাকে বিজেপি-সহ বিরোধী দলগুলি (Rahul Gandhi goes for foreign trip)৷ খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রায়ই এ নিয়ে রাহুলকে কটাক্ষ করেন। এমতাবস্থায় আবারও বিদেশ সফরে গেলেন রাহুল। কংগ্রেসের তরফে তাঁর বিদেশ সফর নিয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। তবে এটুকু জানানো হয়েছে তিনি আগামী রবিবার দেশে ফিরছেন। ফলে সোমবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন তিনি। তবে বিদেশ সফরে যাওয়ায় বৃহস্পতিবার কংগ্রেসের দু'টি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নিতে পারবেন না তিনি। ওই দিন 'ভারত জড়ো যাত্রা'র আয়োজন করেছে কংগ্রেস ৷ তাছাড়া ওই দিনই কংগ্রেসের সাংগঠনির নির্বাচন হওয়ার কথা। কিন্তু বিদেশে থাকার কারণে এই দুটি কর্মসূচিতেই অংশ নেওয়া হবে না সাংসদের।

দিন কয়েক আগে পরপর পাঁচ দিন ইডি-র জেরার মুখে পড়েন রাহুল। ন্যাশনাল হেরাল্ড মামলায় তদন্ত করছে ইডি । আর সেই মামলাতেই পরপর পাঁচ দিনে প্রায় 55 ঘণ্টা জেরা করা হয়েছে তাঁকে। এরপর দেশ জুড়ে আন্দোলনে নামে কংগ্রেস। দিল্লিতেও বিক্ষোভ দেখান কংগ্রেসের কর্মী সমর্থকরা। সে সময় দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে কংগ্রেস নেতা-কর্মীদের মারধরের অভিযোগ ওঠে দিল্লি পুলিশের বিরুদ্ধে।

আরও পড়ুন: ন্যাশনাল হেরাল্ড মামলায় ফের সোনিয়াকে সমন ইডি'র, 21 জুলাই হাজিরার নির্দেশ

এই মামলাতেই 21 জুলাই কংগ্রেসের অন্তবর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধিকেও তলব করেছে ইডি। এর আগে 23 জুন তাঁকে ডেকে পাঠানো হয় ৷ কিন্তু করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় তখন হাজিরা দিতে পারেননি সোনিয়া। এবার তিনি হাজিরা দেবেন কি না, সেটাই দেখার।

অন্যদিকে রাহুলকে এভাবে 'হেনস্থা' করা প্রসঙ্গে সরব হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এ নিয়ে বলতে গিয়ে কার্যত তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাহুলকে একই সারিতে বসান মমতা। কয়লা কেলেঙ্কারি মামলায় অভিষেককে ইতিমধ্যেই বেশ কয়েকবার ডেকেছে ইডি। দিল্লিতে গিয়ে হাজিরাও দিয়েছেন ডায়মন্ডহারবারের সাংসদ। সিবিআই জেরার মুখে পড়েছেন সাংসদের স্ত্রী রুজিরাও। একযোগে এই সমস্ত ঘটনার নিন্দা করেছেন মমতা। শুধু তাই নয় এভাবে কেন্দ্রীয় সংস্থাকে 'ব্যবহার' প্রসঙ্গে বিভিন্ন বিরোধী দলের নেতাদের চিঠিও দিয়েছেন তৃণমূল সুপ্রিমো।

ABOUT THE AUTHOR

...view details