পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Rahul Gandhi: সাংসদপদ ফিরে পাওয়ার রাহুলের প্রথম সভা রাজস্থানে, প্রস্তুতি শুরু কংগ্রেসে - কংগ্রেসের রাহুল গান্ধি

Rahul Gandhi first public rally after restoration of his LS membership: সুপ্রিম কোর্টের নির্দেশের পর গত সোমবার সাংসদপদ ফিরে পেয়েছেন কংগ্রেসের রাহুল গান্ধি ৷ তার পর তিনি প্রথম রাজনৈতিক সভা করবেন রাজস্থানে ৷ আগামিকাল ওই সভা হবে ৷

Rahul Gandhi
Rahul Gandhi

By

Published : Aug 8, 2023, 3:43 PM IST

নয়াদিল্লি, 8 অগস্ট: সাংসদপদ ফিরে পাওয়ার পর রাজস্থানে প্রথম সভা করতে চলেছেন রাজস্থানের বাঁশওয়ারার মানগড় ধামে ৷ এই সভা করার কথা ছিল গতকাল সোমবার ৷ তাঁর সাংসদ ফেরত পাওয়া সংক্রান্ত বিষয়ের কারণে সেই সভা পিছিয়ে দেওয়া হয় ৷ আগামিকাল, বুধবার তিনি সেই সভায় উপস্থিত হবেন ৷

রাজস্থানে আর কয়েকমাস পরই বিধানসভা নির্বাচন ৷ তাই রাহুল গান্ধির এই সভা ঘিরে কংগ্রেসের অন্দরে প্রস্তুতি জোরকদমে চলছে কয়েকদিন ধরেই ৷ সভা সফল করতে সবরকম চেষ্টা করছেন রাজস্থানে কংগ্রেসের সভাপতি গোবিন্দ সিং দোতাসারা ও ওই রাজ্যে কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতা সুখজিন্দর সিং রণধাওয়া ৷

রাজনৈতিক মহল বলছে, মানগড় ধাম সংলগ্ন অঞ্চলে আদিবাসী ভোটারদের সংখ্যাধিক্য রয়েছে ৷ সেই ভোটারদের নিজেদের দিকে রাখতে তৎপর বিজেপি ও কংগ্রেস ৷ তাই এই সভা থেকে তিনি আদিবাসীদের উদ্দেশ্যে বার্তা অবশ্যই দেবেন ৷ পাশাপাশি বিজেপিকেও জবাব দেবেন তিনি ৷ তাছাড়া এই অংশে গুজরাতের খুব কাছে ৷ তাই এখান থেকে গুজরাতের জন্য তিনি কী বার্তা দেন, সেটাও দেখার ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এর আগে এখানে একাধিক সভা করেছেন ৷ সেই সভাগুলির থেকেও বেশি লোক এখানে হাজির করতে চায় কংগ্রেস ৷ বিশেষ করে আদিবাসীদের বড় সংখ্যায় সভায় উপস্থিত করতে তৎপর রাহুল গান্ধির দলের নেতারা ৷ এমনটাই দাবি করা হয়েছে রাজস্থানের কংগ্রেস শিবিরের নেতারা ৷

বাঁশওয়ারার মানগড় ধাম শুধু রাজস্থান নয়, গুজরাত ও মধ্যপ্রদেশের আদিবাসীদের বিশ্বাসের কেন্দ্র । 1913 সালের 17 নভেম্বর গোবিন্দ গুরুর নেতৃত্বে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে এখানে দেড় হাজারেরও বেশি আদিবাসী একসঙ্গে শহিদ হয়েছিলেন । তাই দীর্ঘদিন ধরে মানগড় ধামকে জাতীয় স্মৃতিসৌধ হিসেবে ঘোষণা করার দাবি উঠেছে ৷ কংগ্রেসের দাবি, কেন্দ্রীয় সরকার এই নিয়ে কোনও পদক্ষেপ করবে না ৷ তাই রাহুল গান্ধির উপস্থিতিতে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত এই ধাম নিয়ে বড় কোনও ঘোষণা করতে পারে বলে মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন:হরিয়ানায় হিংসা নিয়ে উদ্বিগ্ন রাহুল, লোকসভার প্রস্তুতি শুরু করতে রাজ্যের নেতাদের নির্দেশ

কিন্তু সেই ঘোষণা কি রাজস্থানে আদিবাসী ভোটব্যাংক ফিরবে কংগ্রেসের দিকে ! কারণ, 2008 সালের বিধানসভা নির্বাচনে রাজস্থানের আদিবাসী অধ্যুষিত এলাকাগুলি থেকে কংগ্রেস 16টির মধ্যে 11টি আসন জিতেছিল ৷ 2013 সালে সেই সংখ্য়া নেমে দাঁড়ায় একে ৷ পাঁচবছর পর 2018 সালে তা বেড়ে 3 হয়েছে ৷ কিন্তু পূর্বাবস্থায় ফেরেনি ৷ তাই দেখার আসন্ন বিধানসভা নির্বাচনে রাজস্থানের আদিবাসীরা কংগ্রেসের প্রতি তাদের পুরনো আস্থায় আবার দেখায় কি না !

ABOUT THE AUTHOR

...view details