শ্রীনগর (জম্মু ও কাশ্মীর), 30 জানুয়ারি: সোমবার জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) শ্রীনগরে শেষ হল কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra) ৷ এই কর্মসূচির শেষদিনে একেবারে ফুরফুরে মেজাজে ধরা দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi) ও তাঁর বোন তথা কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি বঢরা (Priyanka Gandhi Vadra) ৷ এদিন সকাল থেকে কাশ্মীরে ব্যাপক তুষারপাত হয়েছে ৷ তাঁর মধ্যে রাহুল শেষ করেন ভারত জোড়ো যাত্রা ৷ তার ফাঁকে বরফ নিয়ে খেলতে দেখা গেল গান্ধি পরিবারের এই দুই সদস্যকে ৷
ভারত জোড়ো যাত্রা: 2022 সালের 7 সেপ্টেম্বর তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে ভারত জোড়ো যাত্রা শুরু করেন রাহুল গান্ধি ৷ ডিসেম্বরের শেষদিকে যাত্রার প্রথম পর্যায় শেষ হয় ৷ নতুন বছরের শুরুতে দ্বিতীয় দফায় এই কর্মসূচি আবার শুরু করেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি ৷ সোমবার শ্রীনগরে সেই যাত্রা শেষ হল ৷ দেশের সব রাজ্য না ঘুরলেও একাধিক রাজ্য ঘুরেছেন রাহুল গান্ধি ৷ হেঁটেছেন প্রায় সাড়ে তিন হাজার কিলোমিটার ৷