সোনিপথ (হরিয়ানা), 8 জুলাই: সোনিপথে কুণ্ডলী সীমান্তের মদিনা গ্রামে ট্রাক্টর চালালেন রাহুল গান্ধি ৷ শুধু ট্রাক্টর চালালেন না, তাঁকে ধানের চারা রোপণ করতেও দেখা গিয়েছে ৷ রাহুল গান্ধির সেখানে পৌঁছানোর খবর পেতেই স্থানীয় কংগ্রেস বিধায়ক ইন্দুরাজ নারওয়াল এবং গোহানার বিধায়ক জগবীর সিং মদিনা গ্রামে পৌঁছন ৷ এমনকী কংগ্রেস নেতার সঙ্গে দেখা করতে গ্রামবাসীরাও সেখানে উপস্থিত হন ৷ গ্রামের এক কৃষকের ধানের জমিতেই তিনি ট্রাক্টর চালান এবং ধানের চারা রোপণ করেন ৷
জানা গিয়েছে, আজ সকালে দিল্লি থেকে সিমলার উদ্দেশে রওনা দেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ কিন্তু, হরিয়ানার সোনিপথের বরোদা বিধানসভা এলাকায় পৌঁছাতেই, তিনি কর্মসূচিতে কিছুটা বদল করার সিদ্ধান্ত নেন ৷ তিনি মুরথাল হয়ে গোহানা চলে যান ৷ এরপর সকাল 7টা নাগাদ কুণ্ডলী সীমান্ত লাগোয়া মদিনা গ্রামে চলে যান রাহুল ৷ সেখানে পৌঁছে তিনি দেখেন, কৃষকরা মাঠে ধানের চারা রোপণের কাজ করছেন ৷ হাঁটু পর্যন্ত প্যান্ট গুটিয়ে তিনিও নেমে পড়েন কৃষকদের সঙ্গে ধান রোপণ করতে ৷ সেখানেই পাশে একটি জমিতে ট্রাক্টরে হাল চষা হচ্ছিল ৷ সেই ট্রাক্টরও চালান রাহুল ৷