পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Rahul Disqualified From Parliament: সাজা পাওয়ার পরদিনই সাংসদ পদ খারিজ রাহুল গান্ধির - রাহুল গান্ধি

মোদি পদবি নিয়ে মন্তব্যের জন্য সাজা পাওয়ার পরদিনই সাংসদ পদ খারিজ হয়ে গেল রাহুল গান্ধির (Rahul Disqualified From Parliament)৷

Rahul Disqualified From Parliament
সাংসদ পদ খারিজ রাহুল গান্ধির

By

Published : Mar 24, 2023, 2:31 PM IST

Updated : Mar 24, 2023, 3:10 PM IST

নয়াদিল্লি, 24 মার্চ:জল্পনা ছিলই ৷ এ বার তা বাস্তবে পরিণত হল ৷ সাংসদ পদ খোয়ালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি (Rahul Disqualified From Parliament)৷ মোদি পদবি ঘিরে মন্তব্যের জেরে আদালত তাঁকে 2 বছরের সাজা শোনানোয় নিয়ম মেনে সাংসদ পদ খারিজ হয়ে গেল সনিয়া-পুত্রের (Rahul Gandhi Disqualified)৷

কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে তাঁর 'মোদি পদবি' নিয়ে মন্তব্যের (Modi Surname Remark) জন্য ফৌজদারি মানহানির মামলায় (Criminal Defamation Case) দোষী সাব্যস্ত হওয়ার তারিখ অর্থাৎ 23 মার্চ থেকেই তাঁকে লোকসভার সদস্য (সাংসদ) হিসাবে অযোগ্য বলে ঘোষণা করা হয়েছে । রাহুল গান্ধি কেরালার ওয়েনাড় আসন থেকে সাংসদ ছিলেন ।

বৃহস্পতিবার সুরাত আদালত কর্ণাটকের একটি নির্বাচনী সমাবেশে 2019 সালে রাহুল গান্ধির 'মোদি পদবি' মন্তব্যের জন্য ফৌজদারি মানহানির মামলায় কংগ্রেস নেতাকে দোষী সাব্যস্ত করে দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত করে ৷ তাঁকে 50 হাজার টাকা জরিমানাও করা হয় ৷ তবে রাহুলকে জামিন দেয় আদালত ৷

রাহুল 2019 সালের এপ্রিল মাসে কর্ণাটকের কোলারে লোকসভা নির্বাচনের প্রচারে জনসভায় গিয়ে বলেছিলেন যে, "কীভাবে সব চোরেদের পদবি মোদি"! এই মন্তব্যের জন্য রাহুল গান্ধির বিরুদ্ধে ফৌজদারি মানহানির মামলা করেছিলেন সুরাত পশ্চিমের বিজেপি বিধায়ক পূর্ণেশ মোদি ।

আরও পড়ুন:সাজা শুনে রাহুলের মুখে অহিংসার কথা, ষড়যন্ত্রের তত্ত্ব কংগ্রেস-কেজরিওয়ালের

বৃহস্পতিবার সুরাতের আদালত রাহুলকে সাজা দেওয়ার পর থেকেই রাহুলের সাংসদ পদ খোয়ানো নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছিল ৷ আইনি বিশেষজ্ঞরা বলছিলেন যে, এটা শুধু সময়ের অপেক্ষা ৷ 1951 সালের জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী রাহুলের সাংসদ পদ খারিজ হওয়ার কথা বলে জানিয়েছিলেন বিশেষজ্ঞরা ৷ ওই আইনের 8(3) ধারায় বলা আছে যে, কোনও সাংসদ বা বিধায়ক যদি কোনও অপরাধে দোষী সাব্যস্ত হন এবং তাঁকে দু বছর বা তার বেশি সময়ের জন্য কারাদণ্ডে দণ্ডিত করা হয়, তাহলে তাঁর সদস্যপদ আইনসভা থেকে বাতিল হয়ে যাবে ৷

তাঁর সাংসদ পদ খোয়ানো নিয়ে জল্পনার মাঝেই শুক্রবার সকালে সংসদেও ঘুরে যান কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ আর তার ঠিক পরেই খারিজ হয়ে যায় তাঁর সাংসদ পদ ৷ এর ফলে ওয়ানাড়ের আসনটি শূন্য হয়ে গেল ৷ সেখানে উপনির্বাচন হওয়ার কথা ৷

Last Updated : Mar 24, 2023, 3:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details