সুরাত, 28 এপ্রিল: গুজরাত হাইকোর্টে আগামিকাল অর্থাৎ 29 এপ্রিল রাহুল গান্ধির মানহানির মামলার শুনানি হতে চলেছে । সুরাত দায়রা আদালত রাহুল গান্ধির আবেদন খারিজ করার পরে, সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে গুজরাত হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রাগা ৷ মানহানির মামলায় দোষী সাব্যস্ত ও কারাদণ্ডের সাজা শোনার পর সেই নির্দেশে স্থগিতাদেশ দেওয়ার আবেদন জানিয়ে সুরাতের দায়রা আদালতে আপিল করেছিলেন কংগ্রেস নেতা ৷ তবে আদালত সেই আবেজন খারিজ করে দেয় ৷ এরপরই গুজরাত হাইকোর্টে আপিল করেন রাহুল ৷ শনিবার এই মামলার শুনানি ৷
রাহুল গান্ধির মানহানি মামলার শুনানি: সুরাতের দায়রা আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে গুজরাত হাইকোর্টে রিভিউ পিটিশন দায়ের করেছেন রাহুল গান্ধি । পিটিশনটি প্রথমে গুজরাত হাইকোর্টের বিচারপতি গীতা গোপীর সামনে আনা হয়েছিল ৷ কিন্তু তিনি বলেন, "আমার সামনে নয়"। যার জেরে এখন এই মামলার শুনানি করবেন বিচারপতি হেমন্ত প্রচারক । 29 এপ্রিল শুনানি হবে । 2019 সালে মোদি পদবি নিয়ে রাহুল গান্ধির মন্তব্যের মামলায় 23 মার্চ রায় দিয়েছিল সুরাত আদালত । আদালত রাহুলকে 504 ধারায় দুই বছরের কারাদণ্ড দেয় ।