পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Rahul Gandhi Defamation Case: শনিতে রাহুলের মানহানি মামলার শুনানি গুজরাত হাইকোর্টে

শনিবার গুজরাত হাইকোর্টে রাহুল গান্ধির মানহানি মামলার শুনানি হতে চলেছে ৷ সুরাত দায়রা আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে গুজরাত হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রাগা ৷

Rahul Gandhi Defamation Case ETV Bharat
রাহুল গান্ধির মানহানি মামলা

By

Published : Apr 28, 2023, 2:46 PM IST

সুরাত, 28 এপ্রিল: গুজরাত হাইকোর্টে আগামিকাল অর্থাৎ 29 এপ্রিল রাহুল গান্ধির মানহানির মামলার শুনানি হতে চলেছে । সুরাত দায়রা আদালত রাহুল গান্ধির আবেদন খারিজ করার পরে, সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে গুজরাত হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রাগা ৷ মানহানির মামলায় দোষী সাব্যস্ত ও কারাদণ্ডের সাজা শোনার পর সেই নির্দেশে স্থগিতাদেশ দেওয়ার আবেদন জানিয়ে সুরাতের দায়রা আদালতে আপিল করেছিলেন কংগ্রেস নেতা ৷ তবে আদালত সেই আবেজন খারিজ করে দেয় ৷ এরপরই গুজরাত হাইকোর্টে আপিল করেন রাহুল ৷ শনিবার এই মামলার শুনানি ৷

রাহুল গান্ধির মানহানি মামলার শুনানি: সুরাতের দায়রা আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে গুজরাত হাইকোর্টে রিভিউ পিটিশন দায়ের করেছেন রাহুল গান্ধি । পিটিশনটি প্রথমে গুজরাত হাইকোর্টের বিচারপতি গীতা গোপীর সামনে আনা হয়েছিল ৷ কিন্তু তিনি বলেন, "আমার সামনে নয়"। যার জেরে এখন এই মামলার শুনানি করবেন বিচারপতি হেমন্ত প্রচারক । 29 এপ্রিল শুনানি হবে । 2019 সালে মোদি পদবি নিয়ে রাহুল গান্ধির মন্তব্যের মামলায় 23 মার্চ রায় দিয়েছিল সুরাত আদালত । আদালত রাহুলকে 504 ধারায় দুই বছরের কারাদণ্ড দেয় ।

তবে তা বাস্তবায়নের জন্য আদালত তাঁকে কয়েকদিন সময় দিয়েছিল । পাশাপাশি তাঁকে তাৎক্ষণিক জামিনও দেওয়া হয়েছিল । কংগ্রেস নেতা রাহুল গান্ধি এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুরাতের দায়রা আদালতে আবেদন করেছিলেন । আদালত তাঁকে জামিন দেয় ৷ তবে আগের রায়ে স্থগিতাদেশ দেয়নি ৷ রাহুল সুরাত আদালতে একটি পিটিশনও দাখিল করেছিলেন, যার একটি আদালত প্রত্যাখ্যান করে এবং দ্বিতীয় আবেদনের শুনানি 3 মে হবে ।

2019 সালের লোকসভা নির্বাচনের সময় কর্ণাটকের কোলারে এক জনসভায় রাহুল গান্ধি বলেছিলেন, "সব চোরের পদবি কীভাবে মোদি হয় ?" এ নিয়ে বিজেপি বিধায়ক ও গুজরাতের প্রাক্তন মন্ত্রী পূর্ণেশ মোদি রাহুল গান্ধির বিরুদ্ধে মানহানির মামলা করেন । তাঁর অভিযোগে বিজেপি বিধায়ক বলেন যে, রাহুল 2019 সালে একটি নির্বাচনী সমাবেশে ভাষণ দেওয়ার সময়, সমস্ত চোরদের কেন মোদি পদবি, এই মন্তব্য করে নিশানা করতে চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৷

আরও পড়ুন:রাগার সাজায় স্থগিতাদেশ না মিললেও যাবতীয় বিকল্পের চেষ্টা চালিয়ে যাবে কংগ্রেস

ABOUT THE AUTHOR

...view details