পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Agnipath Scheme: কৃষি আইনের মতোই অগ্নিপথ প্রকল্পও বাতিল করুন, মোদিকে বার্তা রাহুলের

'অগ্নিপথ প্রকল্প' (Agnipath Scheme)-এর বিরোধিতায় বিক্ষোভ অব্যাহত ৷ তারই মধ্যে রাহুল গান্ধির (Rahul Gandhi) মন্তব্য, কেন্দ্রের বিজেপি সরকারকে (BJP Government) নয়া তিন কৃষি আইনের মতোই অগ্নিপথ প্রকল্পও বাতিল করতে হবে ৷

Rahul Gandhi criticized BJP Government amid ongoing Agnipath Scheme protest
Agnipath Scheme: কৃষি আইনের মতোই অগ্নিপথ প্রকল্পও বাতিল করতে হবে, মোদিকে কটাক্ষ রাহুলের

By

Published : Jun 18, 2022, 12:56 PM IST

নয়াদিল্লি, 18 জুন: 'অগ্নিপথ প্রকল্প' (Agnipath Scheme)-এর বিরোধিতায় উত্তাল গোটা দেশ ৷ তারই মধ্য়ে শনিবার ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ও তাঁর সরকারকে নিশানা করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ তিনি বলেন, যেভাবে নয়া তিন কৃষি আইন প্রত্যাহার করতে বাধ্য হয়েছিলেন নরেন্দ্র মোদি, সেভাবেই অগ্নিপথ প্রকল্পও তাঁর বাতিল করা উচিত ৷ রাহুলের অভিযোগ, গত আট বছর ধরে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার (BJP Government) 'জয় জওয়ান, জয় কিষান'-এর মূল্যবোধকে 'অপমানিত' করেছে ৷

প্রসঙ্গত, অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় তেলাঙ্গানার (Telangana) সেকেন্দ্রাবাদেও (Secunderabad) অশান্তি ছড়ায় ৷ ট্রেনে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা ৷ বহু সরকারি এবং ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করা হয় ৷ শুক্রবার সেকেন্দ্রাবাদের হাইওয়ে এবং রেল স্টেশনগুলি কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত হয় ৷ এরই প্রেক্ষিতে হিন্দিতে একটি টুইট করেন রাহুল গান্ধি ৷ তিনি লেখেন, "আমি এর আগেও কৃষি আইন বাতিল করতে বলেছিলাম ৷ ঠিক একইভাবে দেশের যুব সমাজের দাবি মেনে তাঁকে (নরেন্দ্র মোদিকে) 'মাফিবীর' হতে হবে এবং 'অগ্নিপথ' প্রকল্প প্রত্যাহার করতে হবে ৷"

আরও পড়ুন:Agnipath Scheme: বিক্ষোভের আগুন নেভাতে আসরে হেভিওয়েট মন্ত্রীরা, পরপর টুইট শাহ-রাজনাথ-সীতারমনদের

গত মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে অগ্নিপথ প্রকল্প ঘোষণা করা হয় ৷ তাতে বলা হয়, 17 থেকে 21 বছর বয়সি তরুণ-তরুণীদের চুক্তির ভিত্তিতে চার বছরের জন্য সেনা, বায়ুসেনা বা নৌবাহিনীতে নিয়োগ করা হবে ৷ তাঁদের বলা হবে 'অগ্নিবীর' ৷ চার বছর পর যোগ্যতার বিচারে সর্বোচ্চ 25 শতাংশ অগ্নিবীর স্থায়ীভাবে বাহিনীতে যোগ দেওয়ার সুযোগ পাবেন ৷ বাকিদের প্রায় 11-12 লক্ষ টাকা দিয়ে অবসরে পাঠানো হবে ৷

কেন্দ্রের দাবি, এই প্রকল্পের মাধ্যমে যুবসমাজ উপকৃত হবে ৷ কিন্তু, যে তরুণরা সেনায় ভর্তি হওয়ার জন্য এত বছর ধরে প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা এই প্রকল্পের তীব্র বিরোধিতা করেন ৷ রাস্তায় নেমে শুরু হয় প্রতিবাদ ৷ বেশ কয়েকটি ক্ষেত্রে তা হিংসাত্মক হয়ে ওঠে ৷ প্রবল বিরোধিতার মুখে অগ্নিপথ প্রকল্পে আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা 21 বছর থেকে বাড়িয়ে 23 বছর করা হয় ৷ কিন্তু, তারপরও অসন্তোষ প্রশমিত হয়নি ৷ সার্বিকভাবে এই প্রকল্প প্রত্যাহারের দাবি উঠেছে ৷

ABOUT THE AUTHOR

...view details