নয়াদিল্লি, 8 মে: রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ইস্যুতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের কড়া সমালোচনা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি (Rahul Gandhi criticises Narendra Modi govt on LPG price hike issue) ৷ কংগ্রেস জমানায় রান্নার গ্যাসের সিলিন্ডারের দামের সঙ্গে বর্তমানে গ্যাসের দামের তুলনা টেনেছেন রাহুল ৷
রবিবার টুইটারে তিনি লেখেন, "2014 সালে কংগ্রেস কেন্দ্রে ক্ষমতায় থাকার সময়ে এলপিজি সিলিন্ডারের দাম ছিল 410 টাকা, ভর্তুকি মিলত 827 টাকা ৷ 2022 সালে বিজেপি জমানায় এলপিজি সিলিন্ডারের দাম 999 টাকা, অথচ ভর্তুকি মিলছে শূন্য ৷ অর্থাৎ এখনকার একটি সিলিন্ডারের দামে তখন দুটি সিলিন্ডার মিলত ৷" এক্ষেত্রে দিল্লিতে রান্নার গ্যাসের দামই উল্লেখ করেছেন রাহুল গান্ধি ৷ কারণ কলকাতায় ঘরোয়া কাজে ব্যবহৃত রান্নার গ্যাসের দাম 1 হাজার 26 টাকা ছুঁয়েছে ৷