নয়াদিল্লি, 24 জুলাই:আবারও অগ্নিপথ প্রকল্পের (Agnipath Recruitment Scheme) সমালোচনায় সরব হলেন কংগ্রেস নেতা তথা সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ এদিন তিনি বলেন, এই প্রকল্প এনে দেশের নিরাপত্তা এবং যুব সম্প্রদায়ের ভবিষ্যৎ বিপদে ফেলে দিয়েছে নরেন্দ্র মোদির (Narendra Modi) সরকার ৷ এমনকী, এই প্রকল্পকে 'নরেন্দ্র মোদির গবেষণাগার' বলেও কটাক্ষ করেছেন রাহুল ৷ তাঁর অভিযোগ, কেন্দ্রীয় সরকার দেশের নিরাপত্তা এবং যুব সমাজের ভবিষ্যৎ নিয়ে 'নতুন গবেষণা' করছে ৷
এদিন এই প্রসঙ্গে হিন্দিতে একটি টুইট করেন রাহুল গান্ধি ৷ তাতে তিনি দাবি করেন, প্রতি বছর প্রায় 60 হাজার সেনা চাকরি থেকে অবসর নেন ৷ তাঁদের মধ্যে মাত্র 3 হাজার পরবর্তীতে সরকারি চাকরি পেয়েছেন ৷ রাহুলের বক্তব্য, অগ্নিবীরদের (Agniveer) মাত্র 4 বছরের জন্য নিয়োগ করা হচ্ছে ৷ সেক্ষেত্রে 4 বছর পর তাঁরা কী করবেন ? তাঁরা যে সরকারি চাকরি পারবেন, তার নিশ্চয়তা কোথায় ?