পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Rahul Gandhi: কর্ণাটক জয়ের পর মধ্যপ্রদেশের দিকে 'হাত' বাড়ালেন রাহুল - রাহুল গান্ধি

কর্ণাটকের পর এবার মধ্যপ্রদেশের দিকে নজর ঘোরাল কংগ্রেস ৷ সেই সঙ্গে দল যে মধ্যপ্রদেশেও আশাতীত ফল করবে, সে বিষয়ে কার্যত নিশ্চিত রাহুল গান্ধি ৷

Etv Bharat
Rahul Gandhi

By

Published : May 29, 2023, 10:04 PM IST

নয়াদিল্লি, 29 মে:কর্ণাটকের পর এবার কংগ্রেসের পাখির চোখ মধ্যপ্রদেশ ৷ আর সেই লক্ষ্যেই চরম আত্মবিশ্বাসে ভর করে কংগ্রেস নেতা রাহুল গান্ধি সোমবার কার্যত ঘোষণা করে দিলেন, মধ্যপ্রদেশেও সরকার গঠন করতে চলেছে হাত শিবির ৷ এদিন রাহুলের গলায় চূড়ান্ত দৃঢ়তা প্রকাশ পেয়েছে ৷ তাঁর সাফ দাবি, মধ্যপ্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেস ন্যূনতম 150 টি আসন পাবে। যদিও রাহুলের এই বক্তব্যের পালটা সুর চড়িয়েছে বিজেপি ৷

এআইসিসি সদর দফতরে দলের নির্বাচনের প্রস্তুতি বৈঠকের পর এদিন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময়, রাহুল গান্ধি জানান, কর্ণাটক জয়ের পর দল মধ্যপ্রদেশেও জয়ের ধারা অব্যাহত রাখতে বদ্ধপরিকর তারা। কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধির সঙ্গে মধ্যপ্রদেশে দলের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক হয় ৷ যেখানে প্রায় বেশিরভাগ প্রদেশ নেতৃত্ব দলের মধ্যে ঐক্যের উপর বিশেষ জোর দিতে চেয়েছেন বলেই কংগ্রেস সূত্রে খবর। অন্যদিকে, এদিনের বৈঠকে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রদেশ কংগ্রেসের সভাপতি কমল নাথ এবং রাজ্যের এআইসিসি পর্যবেক্ষক পি আগরওয়াল অসন্তুোষ প্রকাশ করেন ৷ যদিও কী নিয়ে তাঁরা অসন্তোষ প্রকাশ করেছিলেন, তা নিয়ে অবশ্য মুখ খুলতে চাননি কেউই ৷ তবে শেষ পর্যন্ত সে রাজ্যে দলের শীর্ষ নেতৃত্বের মানভঞ্জন করতে খাড়গে এবং রাহুল সমর্থ হয়েছেন বলেই দাবি করছে কংগ্রেস নেতৃত্ব ৷

এদিন রাহুল গান্ধি বলেন, "রাজ্য দলের বেশ কিছু বিষয় নিয়ে আমাদের মধ্যে দীর্ঘ আলোচনা হয়েছে। আমাদের দলের অভ্যন্তরীণ মূল্যায়ন অনুযায়ী, আমরা কর্ণাটকে 136টি আসন পেয়েছি। মধ্যপ্রদেশে আমরা অন্তত 150টি আসন পেতে চলেছি। কর্ণাটকে আমরা যেটা করেছি, মধ্যপ্রদেশেও তারই পুনরাবৃত্তি করা হবে ৷" প্রসঙ্গত, মধ্যপ্রদেশ বিধানসভায় মোট 230টি আসন রয়েছে। যেখানে সরকার গঠনের জন্য বিধানসভায় 116টি আসন প্রয়োজন ৷ সেখানে রাহুলের দাবি, কংগ্রেস সে রাজ্যে ম্যাজিক ফিগারের থেকে অনেকটাই এগিয়ে যাবে ৷ যদিও মধ্যপ্রদেশ ভোটে কমল নাথকে ফের দলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে কংগ্রেস লড়াই করবে কি না, তা নিয়ে মুখ খুলতে চাননি রাহুল গান্ধি ৷ এদিন এ বিষয়ে প্রশ্ন এড়িয়ে গিয়েছেন রাহল।

অন্যদিকে, মধ্যপ্রদেশে এআইসিসি পর্যবেক্ষক আগরওয়াল জানিয়েছেন, দলের সব নেতা আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য তাদের যাবতীয় তথ্য দিয়েছেন। আগরওয়াল জানান, বৈঠকে রাহুল গান্ধি, মল্লিকার্জুন খাড়গে এবং কে সি বেণুগোপাল উপস্থিত ছিলেন ৷ তিনি বলেন, "সকলেই জানিয়েছেন, সব নেতাদের ঐক্যবদ্ধভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা উচিত ৷ রাজ্যে দলকে জয়ী করার জন্য যাবতীয় সাহায্য করা উচিত ৷" পাশাপাশি দলের মধ্যে মতবিরোধ প্রসঙ্গ উড়িয়ে দিলেন কমল নাথ ৷ তিনি বলেন, "আমরা সকলেই দলের রণকৌশল ও বিষয় নিয়ে আলোচনা করেছি ৷ নির্বাচনে আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে ময়দানে নামব।" নির্বাচনে চার মাসেরও বেশি সময় বাকি উল্লেখ করে তিনি আরও বলেন, "এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক যেখানে সব নেতারাই উপস্থিত ছিলেন। আমরা কিছু কাজ করেছি, এবং কিছু কাজ বাকি আছে ৷ ইতিমধ্যেই 'নারী সম্মান যোজনা' নিয়ে মধ্যপ্রদেশে একটি প্রকল্পের সূচনা করা হয়েছে।"

আরও পড়ুন:ফের দ্বন্দ্ব রাজস্থান কংগ্রেসে, মধ্যস্থতায় আজ বৈঠকে খাড়গে

মধ্যপ্রদেশ নিয়ে কংগ্রেসের বৈঠক এবং রাহুল গান্ধির বক্তব্যের পালটা কটাক্ষ করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ৷ তিনি বলেন, "মধ্যপ্রদেশে 200 টিরও বেশি আসন পেতে চলেছে বিজেপি। তাঁরা যদি স্বপ্নে পোলাও বানাতে চায়, তবে বানাতেই পারে ৷"

ABOUT THE AUTHOR

...view details