নয়াদিল্লি, 17 নভেম্বর: সাভারকর (Veer Savarkar) ইস্যুতে আরও একবার সরব হলেন কংগ্রেস (Congress) সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ বৃহস্পতিবার তিনি আরও একবার ব্রিটিশদের কাছে সাভারকর ক্ষমা চেয়েছিলেন বলে অভিযোগ করেছেন ৷ এই নিয়ে একটি চিঠির কথাও উল্লেখ করেছেন তিনি ৷
যদিও সঙ্গে সঙ্গেই রাহুলকে পালটা জবাব দিয়েছে বিজেপি (BJP) ৷ গেরুয়া শিবিরের নেতা অমিত মালব্য (Amit Malviya) টুইট করেছেন ৷ তিনি আবার দাবি করেছেন, জওহরলাল নেহরুকে (Jawaharlal Nehru) জেল থেকে ছাড়াতে ব্রিটিশদের কাছে ক্ষমা চেয়েছিলেন মতিলাল নেহরু (Motilal Nehru) ৷
প্রসঙ্গত, রাহুল গান্ধি গত সেপ্টেম্বর থেকে ভারত জোড়ো যাত্রায় অংশ নিয়েছেন ৷ এদিনও তিনি সেই কর্মসূচিতে ছিলেন ৷ তার ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল দাবি করেন, বিনায়ক দামোদর সাভারকর ব্রিটিশদের কাছে ক্ষমা চেয়ে চিঠি লিখেছিলেন জেল থেকে ছাড়া পাওয়ার জন্য ৷ চিরকাল ব্রিটিশদের ‘অনুগত ভৃত্য’ হয়ে থাকার কথাও জানিয়েছিলেন ৷