পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Rahul Gandhi : মোদি সরকারের নির্দেশে পক্ষপাতদুষ্ট হয়ে পড়েছে টুইটার, ক্ষোভ রাহুলের - Twitter

ধর্ষিতা নাবালিকার পরিবারের ছবি পোস্ট করায় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির টুইটার অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়েছে ৷ কংগ্রেসেরও ভেরিফায়েড অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়েছে টুইটারের তরফে ৷ এই নিয়ে মার্কিন ওই সংস্থার বিরুদ্ধে ভিডিয়ো বার্তায় তোপ দাগলেন রাহুল গান্ধি ৷

rahul gandhi claims that twitter working as per direction of modi government
মোদি সরকারের নির্দেশে পক্ষপাতদুষ্ট হয়ে পড়েছে টুইটার, ক্ষোভ রাহুলের

By

Published : Aug 13, 2021, 1:45 PM IST

নয়াদিল্লি, 13 অগস্ট : অ্যাকাউন্ট ব্লক করে দেওয়ায় টুইটারের (Twitter) বিরুদ্ধে তোপ দাগলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ টুইটারকে তিনি পক্ষপাতদুষ্ট একটি প্ল্যাটফর্ম বলে দাবি করেছেন ৷ রাহুলের বক্তব্য, টুইটার কেন্দ্রের মোদি সরকারের (Modi Government) নির্দেশ মেনে চলে ৷ আর সেই কারণেই তাঁর এবং তাঁর দলের একাধিক নেতার অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছে মার্কিন এই মাইক্রোব্লগিং সাইট ৷

কংগ্রেসের (Congress) প্রাক্তন সভাপতি একটি ভিডিয়ো বার্তা দিয়েছেন এই নিয়ে ৷ সেখানে তিনি বলেন, ‘‘একটি সংস্থা আমাদের রাজনীতির সংজ্ঞা নির্ধারণ করে ব্যবসা করছে এবং একজন রাজনীতিক হিসেবে এটা আমি পছন্দ করছি না ৷ এটা দেশের গণতান্ত্রিক কাঠামোর উপর আঘাত ৷ এটা শুধু রাহুল গান্ধির উপর আক্রমণ নয় ৷ এটা শুধু রাহুল গান্ধিকে চুপ করিয়ে দেওয়ার ঘটনা নয় ৷’’

আরও পড়ুন :Narendra Modi : আপনি কবে ভারতের রাষ্ট্রপতি হবেন, মোদিকে প্রশ্ন ছোট্ট অনিশার

রাহুলের মতে, ‘‘আমার 19-20 মিলিয়ন ফলোয়ার আছে ৷ আপনারা তাঁদের মতামত দেওয়ার অধিকার কেড়ে নিচ্ছেন ৷ এটা শুধু অনৈতিকই নয়, এটার মাধ্যমে টুইটার নিরপেক্ষতা থেকে সরে আসছে ৷ বিনিয়োগকারীদের জন্য এটা খুব ভয়ঙ্কর বিষয় ৷ রাজনৈতিক প্রেক্ষিতে পক্ষপাতিত্ব করার জন্য টুইটারের বিরুদ্ধে প্রতিক্রিয়াও তৈরি হবে ৷’’

এর সঙ্গে তিনি জুড়ে দেন সংসদের (Parliament) সাম্প্রতিক পরিস্থিতিও ৷ তাঁর দাবি, নরেন্দ্র মোদির (Narendra Modi) সরকার সংসদে বিরোধীদের কথা বলতে দিচ্ছে না ৷ সংবাদমাধ্যমকেও চুপ করিয়ে রাখা হয়েছে ৷ সেখানে টুইটারে নিজেদের বক্তব্য তুলে ধরা যাচ্ছিল ৷ কিন্তু এখন ওই মাইক্রোব্লগিং সাইটও সরকারের নির্দেশ মেনে কাজ করছে ৷

আরও পড়ুন :Sonia Gandhi : এবার বিরোধীদের একজোট করতে ডিনার পার্টি সোনিয়া গান্ধির

শুধু রাহুল গান্ধি বা কংগ্রেসের একাধিক নেতা নয়, কংগ্রেসের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টও ব্লক করে দেওয়া হয়েছে ৷ এই নিয়ে বৃহস্পতিবারই বিবৃতি দেওয়া হয় ওই মার্কিন সংস্থার তরফে ৷ নিয়ম ভাঙার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে স্পষ্ট জানানো হয় ওই বিবৃতিতে ৷ এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার সময় তাঁরা সকলের জন্য একই নিয়ম প্রয়োগ করে বলেও টুইটারের মুখপাত্র জানান ৷

প্রসঙ্গত, সম্প্রতি দিল্লিতে (Delhi) এক নাবালিকাকে ধর্ষণের (Minor Rape) অভিযোগ ওঠে ৷ রাহুল গান্ধি ওই নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করেন ৷ সেই ছবি ও ভিডিয়ো টুইটারে পোস্ট করা হয় ৷ রাহুলের অ্যাকাউন্ট থেকেও হয় ৷ আবার কংগ্রেস ও দলের একাধিক নেতা তা পোস্ট করেন ৷

আরও পড়ুন :Twitter on Congress : নিয়মভঙ্গের অভিযোগ, ব্লক করা হল কংগ্রেসের অফিশিয়াল টুইটার হ্যান্ডেল

কিন্তু আইন অনুযায়ী, নির্যাতনের শিকার কারও ছবি বা পরিবারের ছবি প্রকাশ্যে আনা যায় না ৷ তাই এই নিয়ে জাতীয় শিশু সুরক্ষা কমিশন (National Commission for Protection of Child Rights) টুইটারের কাছে অভিযোগ জানায় ৷ তার পরই কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির টুইটার অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয় ৷ যা নিয়ে শুক্রবার সরব হলেন রাহুল ৷

ABOUT THE AUTHOR

...view details