নয়াদিল্লি, 19 অগস্ট: দেশের সব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নিজেদের লোক বসাচ্ছে আরএসএস ও বিজেপি, শুক্রবার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি এই অভিযোগ করেছেন ৷ লাদাখের লেহ-তে তরুণ প্রজন্মের সঙ্গে কথা বলার সময় তিনি এই অভিযোগ করেন ৷ তাঁর আরও অভিযোগ, আরএসএস-এর সঙ্গে কথা না বলে কোনও সিদ্ধান্ত নিতে পারেন না মন্ত্রীরা ৷
রাহুল গান্ধির দাবি, ভারতে স্বাধীনতার ভিত্তি হল সংবিধান । সংবিধানে অনেক নিয়মে রাখা হয়েছে এবং সংবিধানের দৃষ্টিভঙ্গির ভিত্তিতে তা কার্যকর করতেই বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে ৷ যেমন - লোকসভা, রাজ্যসভা, প্ল্যানিং কমিশন, বাহিনী ৷ কিন্তু সেই কাঠামো বিজেপি ও আরএসএস ভেঙে ফেলার চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন ৷
কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি বলেন, "আপনি যদি ভারত সরকারের মন্ত্রীদের কাছে যান এবং তাঁদের জিজ্ঞাসা করেন, 'আপনি কি আসলেই আপনার মন্ত্রিত্বের সিদ্ধান্ত নিচ্ছেন ?’ তাঁরা আপনাকে বলবেন যে আরএসএসের একজন ভদ্রলোক আছেন, যাঁর সঙ্গে আমাদের কাজ করতে হয় । তিনিই সিদ্ধান্ত নেন ৷’’