নয়াদিল্লি, 24 ডিসেম্বর:ভারত জোড়ো যাত্রার (Bharat Jodo Yatra) প্রথম পর্যায়ের শেষ হল শনিবার ৷ সেই উপলক্ষ্যে এদিন নয়াদিল্লির লালকেল্লার সামনে ভাষণ দেন কংগ্রেস (Congress) সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ সেখানে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিজেপির (BJP) বিরুদ্ধে তোপ দাগেন তিনি ৷
তাঁর ভাবমূর্তি নষ্ট করা নিয়ে রাহুল সরাসরি কাঠগড়ায় তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) ৷ তাঁর কথায়, ‘‘প্রধানমন্ত্রী ও বিজেপি আমার ভাবমূর্তি নষ্ট করতে হাজার কোটি টাকা খরচ করেছে ৷ কিন্তু আমি মাত্র এক মাসে দেশকে সত্য দেখিয়েছি ৷’’
একই সঙ্গে দেশের আসল সমস্যাগুলি ঢাকতে বিজেপি সংবাদমাধ্যমকে ব্যবহার করছে বলেও অভিযোগ করেছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি ৷ কেরালার ওয়েনাড়ের সাংসদ এদিন বলেন, ‘‘ধর্মীয় মতভেদকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে ৷ টিভিতে 24 ঘণ্টা তা ছড়িয়ে দেওয়া হয়েছে, যাতে প্রকৃত সমস্যা থেকে জনসাধারণের মনোযোগ সরিয়ে নেওয়া যায় ৷’’
এখানে উল্লেখ করা প্রয়োজন, গত 7 মার্চ কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা শুরু হয় তামিলনাড়ুর কন্য়াকুমারী থেকে ৷ তার পর একাধিক রাজ্য ঘুরে এই যাত্রা অবশেষে দিল্লিতে এসে পৌঁছায় শনিবার ৷ যাত্রার শেষ জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে ৷ তবে এদিন যাত্রার প্রথম পর্যায়ের শেষ হল ৷ আপাতত ন’দিনের বিরতি ৷ তার পর আগামী 3 জানুয়ারি আবার যাত্রা শুরু হবে ৷