নয়াদিল্লি, 6 অগস্ট : পেগাসাস (Pegasus) ইস্যুতে রোজই সংসদ উত্তাল হচ্ছে ৷ এবার কৃষি আইন বাতিলের দাবিতেও সরব হল বিরোধীরা ৷ শুক্রবার সংসদ ভবন থেকে যন্তর মন্তরে (Jantar Mantar) গিয়ে কৃষকদের কিষান সংসদের (Kisan Sangsad) পাশে দাঁড়ালেন একাধিক বিরোধী দলের সাংসদ ৷
কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির (Rahul Gandhi) নেতৃত্বে লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী, রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে, শিবসেনার সাংসদ সঞ্জয় রাউত, আরজেডির মনোজ ঝা-সহ একাধিক বিরোধী রাজনৈতিক নেতা যন্তর মন্তরে বিক্ষোভে অংশ নেন ৷
আরও পড়ুন :TMC-BJP : বিজেপিকে হারিয়ে তৃণমূল কি ত্রিপুরায় পরিবর্তন আনতে পারবে ?
বিক্ষোভের মঞ্চ থেকে রাহুল-সহ বিরোধী নেতারা কৃষকদের বাঁচিয়ে ভারতকে বাঁচানোর ডাক দেন ৷ পাশাপাশি তাঁরা পেগাসাস ইস্যুতেও মোদি সরকারের বিরুদ্ধে সরব হন ৷ এই ঘটনায় তদন্তের দাবি তোলেন ৷
কেরলের ওয়েনাড়ের সাংসদ রাহুল গান্ধি জানান, আজ যন্তর মন্তরে সমস্ত বিরোধীরা কৃষির কালো আইনের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছিলেন ৷ একই সঙ্গে তিনি পেগাসাস নিয়ে আলোচনার দাবি তোলেন ৷ তাঁর অভিযোগ, কেন্দ্রীয় সরকার এই নিয়ে আলোচনা করতে চায় না ৷ পেগাসাস নিয়ে তিনি তোপ দেগেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) বিরুদ্ধেও ৷ তাঁর অভিযোগ, সকলের ফোনে আড়ি পেতেছেন মোদি ৷