আইজল, 17 অক্টোবর: দেশের 60 শতাংশ অংশের প্রতিনিধিত্ব করছে বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোট ৷ মঙ্গলবার মিজোরামের রাজধানী আইজল থেকে এমনই দাবি করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ তাঁর আরও দাবি, বিজেপি সারা দেশের এত বড় অংশে ছড়িয়ে নেই ৷
আগামী 7 নভেম্বর মিজোরামে বিধানসভা নির্বাচন ৷ তাই ওই রাজ্যে ভোট প্রচারে গিয়েছেন তিনি ৷ সেই সময়ই এই মন্তব্য করেন রাহুল ৷ পাশাপাশি মিজোরামের শাসক দল এমএনএফ ও বিরোধী দল জেডপিএম-এর সমালোচনা করেন তিনি ৷ তাঁর দাবি, এই দু’টি দলকেই ব্যবহার করেছে বিজেপি ৷
ভোটের কথা মাথায় রেখে একাধিক প্রতিশ্রুতিও দিয়েছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি ৷ মিজোরামে কংগ্রেস সরকার ক্ষমতায় আসে, তাহলে তিনি প্রতি মাসে দু’হাজার টাকা করে বার্ধক্য ভাতা দেওয়ার ও সাড়ে সাতশো টাকায় গ্যাস সিলিন্ডার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ৷
কয়েকমাস পরই লোকসভা নির্বাচন ৷ তাই বারবার সারা দেশের প্রেক্ষাপটে বিজেপির সমালোচনার কথা শোনা গিয়েছে রাহুলের মুখে ৷ তাঁর দাবি, ভারতের ভাবধারাকে রক্ষা করবে বিরোধীদের জোট ৷ দেশের মূল্যবোধ, সাংবিধানিক কাঠামো এবং ধর্ম-সংস্কৃতির ঊর্ধ্বে উঠে প্রতিটি মানুষের অধিকার সুরক্ষিত করবে এই জোট ৷ পাশাপাশি শান্তি ও সম্প্রীতিও বজায় যাতে থাকে, সেদিকেও লক্ষ্য রাখা হবে ৷
বিজেপির পাশাপাশি আরএসএস-কেও নিশানা করেছেন রাহুল ৷ তাঁর কথায়, "আমাদের দেশের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি আমাদের থেকে আলাদা । আমরা বিকেন্দ্রীকরণে বিশ্বাস করি, যেখানে বিজেপি বিশ্বাস করে যে সমস্ত সিদ্ধান্ত দিল্লিতে নেওয়া উচিত ।"
মিজোরামের সঙ্গে আরও চারটি রাজ্যে নভেম্বরে বিধানসভার নির্বাচন হবে ৷ সেই রাজ্যগুলি হল - মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান ও তেলেঙ্গানা ৷ প্রতিটি রাজ্যেই কংগ্রেস জিতবে বলে দাবি করেছেন রাহুল ৷ তিনি বলেন, "আমরা মধ্যপ্রদেশে বিজেপিকে হারাব । ছত্তিশগড়ে আমরা তাদের নিশ্চিহ্ন করে দিয়েছিলাম এবং আবারও পরাজিত করব । আমরা রাজস্থানে বিজেপিকে পরাজিত করেছিলাম এবং এবারও তার পুনরাবৃত্তি করব । উত্তর পূর্বেও আমরা একই কাজ করব । কংগ্রেসের ধারণার কেউ অবমূল্যায়ন করবেন না ।"