জয়পুর, 9 অগস্ট: সাংসদপদ ফিরে পাওয়ার পর প্রথমবার জনতার মুখোমুখি হলেন কংগ্রেসের রাহুল গান্ধি ৷ রাজস্থানে জনসভা করে দলের কর্মী-সমর্থকদের উদ্দেশ্য়ে বার্তা দিলেন তিনি ৷ সেই সভা থেকে আরও একবার মণিপুর ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে সরব হলেন তিনি ৷
কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি বলেন, ‘‘বিজেপির মনোভাবের জন্য মণিপুরে আগুন জ্বলছে ৷ তিন চার মাস ধরে মণিপুরে আগুন জ্বলছে ৷ মানুষ খুন হচ্ছে ৷ শিশুদের মারা হচ্ছে, মহিলাদের ধর্ষণ হচ্ছে ৷’’ রাহুল গান্ধির আরও দাবি, মণিপুরের পরিস্থিতি শান্ত করতে 2-3 দিন সময় যথেষ্ট ৷ ভারতীয় সেনাকে দায়িত্ব দিলে, তা সম্ভব ৷ প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে নির্দেশ দিতেই পারেন ৷ কিন্তু প্রধানমন্ত্রী চান এই অগ্নিগর্ভ পরিস্থিতি বজায় থাকুক ৷
এই সভায় যোগ দেওয়ার আগে এ দিন লোকসভায় অনাস্থা প্রস্তাবের পক্ষে ভাষণ দেন রাহুল গান্ধি ৷ সাংসদপদ ফিরে পাওয়ার সেটাই ছিল তাঁর প্রথম ভাষণ ৷ রাজস্থানের সভায় সেই প্রসঙ্গও বারবার তোলেন কেরলের ওয়েনাড়ের কংগ্রেস সাংসদ ৷ মণিপুর প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আমি সংসদে বলেছি, মণিপুরে ভারতমাতার হত্যা হয়েছে ৷ বিজেপির বিচারধারা মণিপুরে ভারতমাতার হত্যা করেছে ৷’’