নয়াদিল্লি, 24 মার্চ: দু'বছরের কারাবাসের জেরে রাহুল গান্ধি (Rahul Gandhi) যে আগামী আটবছর নির্বাচনে লড়াইয়ের সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন, তা নিয়ে ইতিমধ্যেই বিস্তর আলোচনা হয়েছে ৷ যদিও ওয়াকিবহাল মহল বলছে, এখানেই শেষ নয় ৷ এই ঘটনার পটপরিবর্তন না-হলে আরও অনেক কিছুই হারাতে হতে পারে সদ্য প্রাক্তন কংগ্রেস সাংসদকে ৷ সেই তালিকায় রয়েছে তাঁর সরকারি বাসভবনও ৷
2019 সালের একটি মামলায় বৃহস্পতিবারই দোষী সাব্যস্ত হন রাহুল গান্ধি ৷ সুরাতের আদালত তাঁকে দু'বছরের কারাবাসের সাজা দেয় ৷ সেই রায়ের 24 ঘণ্টা কাটতে না-কাটতেই শুক্রবার লোকসভার সচিবালয়ের তরফে থেকে একটি নির্দেশিকা জারি করা হয় ৷ তাতে জানানো হয়, আদালতের নির্দেশের প্রেক্ষিতে রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ করা হচ্ছে ৷
আইনজ্ঞরা বলছেন, এখন যদি উচ্চতর কোনও আদালত নিম্ন আদালতের রায়ের উপর স্থগিতাদেশ জারি না-করে, তাহলে আর সাংসদ পদে ফেরা হবে না রাহুল গান্ধির ৷ পাশাপাশি, আগামী আটবছর কোনও নির্বাচনে প্রার্থীও হতে পারবেন না তিনি ৷ এর মধ্যে প্রথম দু'বছর তাঁকে জেলে কাটাতে হবে ৷ যেদিন তিনি কারাবাস থেকে মুক্ত হবেন, সেদিন থেকে পরবর্তী ছ'বছর তিনি নির্বাচনী লড়াই লড়তে পারবেন না ৷ 1951 সালের জনপ্রতিনিধি আইনের 8 (আট) নম্বর ধারা অনুসারে এই শাস্তি রাহুলের উপর কার্যকর থাকবে ৷