নয়াদিল্লি, 24 ডিসেম্বর: ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra) শনিবার দেশের রাজধানী নয়াদিল্লিতে এসে পৌঁছাল । কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির (Rahul Gandhi) নেতৃত্বে চলা এই যাত্রায় এদিন যোগ দেন সোনিয়া গান্ধি (Sonia Gandhi) ৷ ছিলেন প্রিয়াঙ্কা গান্ধি (Priyanka Gandhi) ও তাঁর স্বামী রবার্ট বঢরাও ৷
এদিন রাহুল গান্ধি নাগরিকদের উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন যে সবাই যেন সারা দেশে ভালবাসা ছড়িয়ে দেন ৷ বিজেপির (BJP) বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর অভিযোগ করেছিলেন ৷ তারই পালটা তিনি ভালোবাসা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান ৷ তাঁর কথায়, বিজেপির নীতি হল ভয় ছড়ানো এবং এটিকে ঘৃণাতে রূপান্তরিত করা ৷ তবে কংগ্রেস (Congress) তা হতে দেবে না ।
দিল্লিতে প্রবেশের আগে সীমানাবর্তী এলাকায় সাধারণের উদ্দেশ্যে ভাষণ দেন কেরালার ওয়েনাড়ের সাংসদ ৷ সেখানেই তিনি এই বার্তা দেন ৷ তাঁর দাবি, কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা কোনও জাতি, ধর্ম, ধনি বা দরিদ্র দেখে না এবং সবাই একে অপরকে আলিঙ্গন করার বার্তা দিচ্ছে ৷ পাশাপাশি তিনি আরএসএস (RSS) ও বিজেপিকে সরাসরি আক্রমণ করেন ৷ তাঁর বক্তব্য, আরএসএস-বিজেপিকে ভয় না পেয়ে মানুষের উচিত ভারতে ভালোবাসা ছড়িয়ে দেওয়া ৷
তাঁর দাবি, এই যাত্রায় কোন বিদ্বেষ নেই । শুধুমাত্র মুষ্টিমেয় কিছু লোক এই ঘৃণা ছড়াচ্ছে ৷ কিন্তু ভারতীয়দের অধিকাংশই মানুষকে একত্রিত করার কথা বলে । তিনি আরও বলেন, "আমি কন্যাকুমারী থেকে হেঁটে এসেছি এবং আমি বলতে পারি যে সারা দেশে কেবল ভালবাসা এবং কোনও ঘৃণা নেই ৷’’