পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

গঙ্গায় ভাসছে মৃতদেহ...আর আপনার চোখে গোলাপি চশমা, মোদিকে আক্রমণ রাহুলের - Narendra Modi

বর্তমানে একটা ভয়ংকর পরিস্থিতির সম্মুখীন হয়েছে গোটা দেশ ৷ একদিকে করোনার বাড়বাড়ন্ত ৷ অন্যদিকে, বেডের অভাব ৷ অক্সিজেনের অভাব ৷ প্রতিদিন হাজার হাজার মানুষের মৃত্যু হচ্ছে ৷ উত্তরপ্রদেশের অবস্থা আরও খারাপ ৷ শ্মশানগুলিতে পর্যন্ত লম্বা লাইন ৷ গঙ্গায় সার সার মৃতদেহ ভেসে উঠছে ৷ এই পরিস্থিতি তুলে ধরে আজ মোদি সরকারকে একপ্রকার তুলোধনা করলেন রাহুল গান্ধি ৷

মোদিকে আক্রমণ রাহুলের
মোদিকে আক্রমণ রাহুলের

By

Published : May 11, 2021, 4:25 PM IST

Updated : May 11, 2021, 4:43 PM IST

নয়াদিল্লি, 11 মে : দু'দিন ধরেই উত্তরপ্রদেশ, বিহারের গঙ্গায় মৃতদেহ ভাসতে দেখা গিয়েছে ৷ গতকালই বিহারের বক্সারের গঙ্গায় 50টি মৃতদেহ ভেসে উঠেছে ৷ আজ আবার গাজ়িয়াবাদের গঙ্গায় সার সার মৃতদেহ ৷ দেহগুলি করোনা রোগীর কি না তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা ৷ উত্তরপ্রদেশ, বিহারের এই ভয়ংকর পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টুইটারে কড়া ভাষায় আক্রমণ করলেন রাহুল গান্ধি ৷

আজ হিন্দিতে একটি টুইট করেন রাহুল গান্ধি ৷ টুইটে লেখেন, নদীতে সার সার মৃতদেহ ভাসছে ৷ হাসপাতালে শুধু মাইলের পর মাইল লম্বা লাইন ৷ জীবন সুরক্ষার অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে ৷ আর প্রধানমন্ত্রী এসব কিছুই দেখতে পাচ্ছেন না ৷ গোলাপি চশমা পরে বসে আছেন ৷ তার চোখে এখন শুধু নতুন সংসদ ভবন ৷

বর্তমানে একটা ভয়ংকর পরিস্থিতির সম্মুখীন হয়েছে গোটা দেশ ৷ একদিকে করোনার বাড়বাড়ন্ত ৷ অন্যদিকে, বেডের অভাব ৷ অক্সিজেনের অভাব ৷ প্রতিদিন হাজার হাজার মানুষের মৃত্যু হচ্ছে ৷ উত্তরপ্রদেশের অবস্থা আরও খারাপ ৷ শ্মশানগুলিতে পর্যন্ত লম্বা লাইন ৷ বিরোধীদের অভিযোগ, পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ যোগী প্রশাসন অনেক কিছু লুকিয়ে যাওয়ার চেষ্টা করছে ৷ সেই কারণে মৃতদেহগুলি না পুড়িয়ে নদীর জলে ভাসিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ ৷ যদিও প্রশাসনের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷

আজ সকালেও গাজ়িপুরের গঙ্গায় একাধিক মৃতদেহ ভেসে উঠেছে ৷ এই মৃতদেহগুলি কোথা থেকে কীভাবে এল সবটা নিয়েই ধোঁয়াশা তৈরি হয়েছে ৷ প্রশাসনের তরফেও কোনও সদুত্তর পাওয়া যাচ্ছে না ৷ তাদের একটাই দাবি, মৃতদেহহুলি কোথা থেকে এল তা খতিয়ে দেখা হচ্ছে ৷ দুইদিন ধরে এই পরিস্থিতি তৈরি পরও মোদি সরকার কার্যত মুখে কুলুপ এঁটেছে বলা চলে ৷ আর এই নিয়ে সরব হয়েছেন বিরোধীরা ৷ রাহুল গান্ধির কথায়, নরেন্দ্র মোদির চোখে এখন গোলাপি চশমা ৷ তিনি তাঁর নতুন সংসদ ভবন ছাড়া কিছুই দেখতে পাচ্ছেন না ৷

আরও পড়ুন,কাল থেকে 10 দিনের সম্পূর্ণ লকডাউন তেলাঙ্গানায়

প্রসঙ্গত, সেন্ট্রাল ভিস্তা বা নয়া সংসদ ভবন তৈরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের প্রকল্প ৷ অতিমারির আগে গোটা দেশের অর্থনীতির গ্রাফ যখন ক্রমশ নিম্নমুখী, ঠিক তখনই এমন একটা প্রকল্প রূপায়ন কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে ৷ সেই প্রশ্ন আরও জোরদার হয় করোনা আবহে ৷ লকডাউন, নিউ নরম্য়ালের ধাক্কা কাটাতে না কাটাতেই কোভিডের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে গোটা দেশে ৷ অক্সিজেনের অভাবে শুরু হয় হাহাকার ৷ তারপরও নতুন সংসদ ভবন তৈরির সিদ্ধান্ত থেকে সরেনি নরেন্দ্র মোদির সরকার ৷ এমনকি, অতিমারির আবহে লকডাউন জারি হলেও যাতে সেন্ট্রাল ভিস্তার নির্মাণকাজ বন্ধ না হয়, সেই রাস্তা পাকা করা হয়েছে ৷ 20 হাজার কোটি টাকার এই প্রকল্পকে ‘জরুরি পরিষেবা’ হিসাবে ঘোষণা করেছে কেন্দ্র !

গোটা ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ বিরোধীরা ৷ কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন দলের নেতানেত্রীরা এই বিষয়ে কেন্দ্রের ভূমিকার সমালোচনা করেছেন ৷ সুপ্রিম কোর্টেও মামলা রুজু করা হয়েছে ৷ আগেও এই নিয়ে সরব হয়েছেন রাহুল গান্ধি ৷ করোনা সংক্রমণের জেরে দেশের পরিস্থিতি বেসামাল, তখন কেন এই প্রকল্পকে ছাড়পত্র দেওয়া হল তিনি সেই প্রশ্ন তোলেন ৷ তিনি এই প্রকল্পকে ‘অপরাধমূলক অপব্যবহার’ বলেও কটাক্ষ করেছিলেন ৷ আজ টুইটারে দেশের পরিস্থিতি তুলে ধরে আরও একবার সেন্ট্রাল ভিস্তা প্রসঙ্গে মোদির বিরুদ্ধে সরব হলেন রাহুল গান্ধি ৷

Last Updated : May 11, 2021, 4:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details