নয়াদিল্লি, 03 ডিসেম্বর: প্রধানমন্ত্রী ভুল স্বীকার করেছেন । কিন্তু তাঁর ভুলের মাসুল কে দেবেন, প্রশ্ন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির (Rahul Gandhi Attacks Narendra Modi) । মৃত কৃষকদের ক্ষতিপূরণ (Compensation for Farmers) দেওয়া নিয়ে তরজা যখন তুঙ্গে, সেই সময় সরাসরি নরেন্দ্র মোদিকে নিশানা করলেন রাহুল । কৃষক মৃত্যুর যাবতীয় পরিসংখ্যান হাতে থাকা সত্ত্বেও ইচ্ছাকৃত ভাবে কেন্দ্রীয় সরকার পীড়িত পরিবারগুলির হাতে ক্ষতিপূরণ তুলে দিচ্ছে না বলে অভিযোগ করলেন তিনি ।
কৃষি আন্দোলন (Protest Against Farm Laws) চলাকালীন কত জন কৃষক মারা গিয়েছেন, তার কোনও পরিসংখ্যান তাদের কাছে নেই বলে শীতকালীন অধিবেশন (Monsoon Session in Parliament) চলাকালীন সংসদে জানায় কেন্দ্র । শুক্রবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করে কেন্দ্রের সেই দাবিকেই এক হাত নেন রাহুল । তিনি বলেন, ‘‘কৃষি আইন প্রত্যাহারের সময় গোটা দেশের কাছে ক্ষমা চান প্রধানমন্ত্রী ৷ ভুল স্বীকার করেন ৷ কিন্তু আপনার ভুলে যে 700-র বেশি মানুষের প্রাণ চলে গেল! এখন মৃত্যুর পরিসংখ্যান নেই বলে মিথ্যা দাবি করছে সরকার ৷ আসলে কৃষক মৃত্যু মানতেই চায় না সরকার । প্রধানমন্ত্রীর কাছ থেকে এমন প্রতিক্রিয়া কাম্য নয় । অত্যন্ত অসন্তোষজনক এবং কাপুরুষোচিত আচরণ ।’’
আরও পড়ুন:TMC hits out Congress : ডিপফ্রিজে কংগ্রেস, জাগোবাংলায় সম্পাদকীয়তে ফের তৃণমূলের নিশানায় রাহুল-সোনিয়ার দল
কৃষক সংগঠন থেকে, একাধিক রাজ্য এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, সকলের হাতে কৃষক মৃত্যুর পরিসংখ্যান থাকলেও, কেন্দ্র কেন তা পেল না, তা নিয়েও প্রশ্ন তোলেন রাহুল ৷ তাঁর কথায়, ‘‘পঞ্জাবের 403 কৃষক মারা গিয়েছেন ৷ তাঁদের পরিবারকে 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিয়েছে পঞ্জাব সরকার ৷ চাকরি দেওয়া হয়েছে 152 জনকে ৷ অন্যান্য রাজ্য থেকে 100-র বেশি কৃষক মারা গিয়েছেন ৷ তারও তালিকা রয়েছে আমাদের হাতে ৷ এ ছাড়াও গণমাধ্যম এবং বিভিন্ন সংগঠন থেকে প্রাপ্ত তৃতীয় তালিকাও রয়েছে ৷ আমরা তালিকা পেলাম, অথচ সরকার বলছে এমন কোনও তালিকার অস্তিত্বই নেই ৷ কৃষি আইন আনা যদি ভুল হয়ে থাকে, সে ক্ষেত্রে 700-র বেশি কৃষকের মৃত্যুও যে তাঁর ভুলেই হয়েছে, তা-ও মেনে নেওয়া উচিত প্রধানমন্ত্রীর । সেই মতো ক্ষতিপূরণও দেওয়া উচিত । কিন্তু কৃষকদের প্রাপ্য বুঝিয়ে দেওয়ার মতো সৌজন্যবোধটুকুও নেই ৷ আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু মনে হয় না কেন্দ্র ক্ষতিপূরণ দেবে ।’’
রাহুলের সাফ কথা, কৃষক পরিবারগুলিকে লক্ষ লক্ষ বা কোটি কোটি টাকা দিতে হবে না ৷ কিন্তু তাঁদের প্রাপ্য বুঝিয়ে দেওয়া সরকারের দায়িত্বের মধ্যে পড়ে ৷ তিনি বলেন, ‘‘কৃষকদের ক্ষতিপূরণ না দেওয়ার কোনও কারণ নেই ৷ আন্দোলন করতে করতে শহিদ হয়েছেন তাঁরা ৷ লাখ টাকা বা কোটি টাকা নয়, সরকার সামান্য ক্ষতিপূরণও দিতে চায় না ৷ এত কৃষক শহিদ হলেন, অথচ সংসদে 2 মিনিট শোকপালনও হল না ৷ ইচ্ছাকৃত ভাবে অন্যায় করছে সরকার ৷ সব পরিসংখ্যান রয়েছে ৷ চাইলে আমাদের কাছ থেকেই তালিকা নিতে পারেন ৷ কিন্তু কৃষকদের ক্ষতিপূরণ দিতেই হবে ৷’’
আরও পড়ুন:BJP MPs-Prime Minister Meeting : দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক বাংলার বিজেপি সাংসদদের
দীর্ঘ এক বছর ধরে চলে আসা আন্দোলনের চাপেই হোক বা কৃষিপ্রধান রাজ্যগুলিতে আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখে হোক, দীর্ঘ টালবাহানার পর সম্প্রতি বিতর্কিত তিনটি কৃষি আইন প্রত্যাহার করে কেন্দ্রীয় সরকার ৷ কিন্তু মৃত কৃষকদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার প্রশ্ন উঠলে, তাদের হাতে কোনও পরিসংখ্যান নেই বলে সংসদে সাফ জানিয়ে দেয় কেন্দ্র ৷ যদিও কৃষি আইন প্রত্যাহারের দিনই ভারতীয় কিষান ইউনিয়নের জাতীয় মুখপাত্র রাকেশ টিকায়েত জানিয়েছিলেন, সরকারের একগুঁয়েমির জেরে 700-র বেশি কৃষক প্রাণ হারিয়েছেন । কিন্তু কেন্দ্রের দাবি, তাদের কাছে এমন কোনও পরিসংখ্যান নেই ।