নয়াদিল্লি, 28 ডিসেম্বর: ব্যাপারটা শুরু হয়েছে বেশ কয়েকমাস হল । গত কয়েক মাসের ভারত জড়ো যাত্রা হোক বা কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান- সবসময় সাদা টি-শার্টে পরতেই দেখা যাচ্ছে কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে (Rahul Gandhi) ৷ আর এই নিয়েই বারবার প্রশ্ন উঠছিল ৷ কৌতুহলও ছিল অনেকের মনে ৷ কারণ সময়টা শীতকাল ৷ অন্যান্য রাজ্যের থেকে দিল্লিতে ঠান্ডাটা একটু বেশিই পড়ে ৷ এই কনকনে শীতেও সর্বক্ষণ কেন সাদা টি-শার্টেই রয়েছেন তাঁর জবাব আজ দিলেন তিনি ৷
তিনি বলেন, "টি-শার্ট হি চল রাহি হ্যায়, অর জব তাক চল রাহি হ্যায় চালায়েঙ্গে (টি-শার্টই তো এখন চলছে এবং যতদিন পারি পরব)।" সোমবার রাহুল দিল্লিতে মহাত্মা গান্ধি এবং একাধিক প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মৃতিসৌধ শ্রদ্ধা জানান । সেখানেও তাঁকে দেখা গিয়েছে ঠান্ডার মধ্যে সকালে সাদা টি-শার্টে । তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় আলোচনা তুঙ্গে এই কংগ্রেস নেতা কীভাবে শুধু টি-শার্টেই দিল্লির হাড় হিম করা শীত সামলাচ্ছেন ৷ পাশাপাশি প্রাক্তন প্রধানমন্ত্রীদের শ্রদ্ধা জানাতে খালি পায়ে হেঁটেছিলেন কংগ্রেস সাংসদ ।