পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Rahul Alleges Hacking: আদানিদের তোতায় বন্দি মোদির আত্মা, 'বিরোধীদের আইফোন হ্যাক' নিয়ে খোঁচা রাহুলের - রাহুল গান্ধি

State-sponsored attack on Opposition Leaders' iPhones: বিরোধী দলের নেতানেত্রীদের আইফোন হ্যাক করার চেষ্টা করছে কেন্দ্র ৷ অ্যাপলের সতর্কীকরণ তুলে ধরে এমনই অভিযোগে সরব বিরোধীরা ৷ রাহুল গান্ধির মতে, আদানিদের বাঁচাতে বিভ্রান্তির রাজনীতি করছে কেন্দ্র ৷

Rahul Alleges Hacking
রাহুল গান্ধি

By ETV Bharat Bangla Team

Published : Oct 31, 2023, 2:06 PM IST

নয়াদিল্লি, 31 অক্টোবর:তাঁদের আইফোন হ্যাক করার চেষ্টা করছে কেন্দ্র ৷ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের পর এ বার এই একই অভিযোগ শোনা গেল বিরোধী দলের বিভিন্ন নেতার মুখে ৷ মঙ্গলবার বেশ কয়েকজন বিরোধী নেতা দাবি করেছেন যে, তাঁরা অ্যাপলের কাছ থেকে তাঁদের আইফোনগুলিতে সতর্কীকরণ বার্তা পেয়েছেন ৷ তাতে বলা হয়েছে, 'রাষ্ট্র দ্বারা পরিচালিত আক্রমণকারীরা' তাঁদের আইফোনকে টার্গেট করছে ৷ নিজেদের এক্স হ্যান্ডেলে অ্যাপলের বার্তার স্ক্রিনশটও পোস্ট করেছেন অনেকে ৷

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি আজ নয়াদিল্লিতে সাংবাদিক সম্মেলন করে সতর্কীকরণ ইমেলের একটি প্রতিলিপি তুলে ধরেন, যেখানে বলা হয়েছে, রাষ্ট্র-দ্বারা পরিচালিত হামলাকারীরা বিরোধী দলের নেতাদের ফোনের নিয়ন্ত্রণ নিতে চাইছে বলে জানিয়ে সতর্কীকরণ এসেছে অ্যাপলের তরফে ৷ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ছাড়াও শিবসেনা (ইউবিটি) সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী, আম আদমি পার্টির রাঘব চাড্ডা, কংগ্রেসের শশী থারুর, কেসি বেণুগোপাল এবং তাঁর দলের মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান পবন খেরা অ্যাপলের এক্স-এ বার্তাটি শেয়ার করেছেন । সিপিআইএমএর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিও একই ধরনের বার্তা পেয়েছেন বলে দলের সূত্র জানিয়েছে ।

এ বিষয়ে রাহুল বলেন, "আমরা ভয় পাই না । আপনি যত খুশি (ফোন) ট্যাপ করতে পারেন, আমি পাত্তা দিই না । আপনি যদি আমার ফোন নিতে চান তবে আমি আপনাকে দেব...৷ দেশের শ্রেণিবিন্যাস হল 1 নং - আদানি, 2 নং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং 3 নং অমিত শাহ ৷" এ প্রসঙ্গে একটি পুরনো গল্পের বর্ণনা করে রাহুল বলেন যে, ভারতে এমন একজন রাজা ছিলেন যাঁর বিরুদ্ধে লোকেরা সরব হয়েছিলেন ৷ বিরোধীরা তাঁকে আক্রমণ করেছিল কিন্তু তিনি ছিলেন টেফলনের মতো এবং কিছুই তাঁকে প্রভাবিত করত না ।

রাহুল কটাক্ষ করে বলেন, "কয়েক বছর পর বিরোধীরা একজন ঋষির কাছে গিয়ে বলল, 'আমরা রাজাকে আক্রমণ করতে থাকি, মানুষ তাঁর বিরুদ্ধে ৷ কিন্তু কিছুই হয় না । ঋষি বললেন, রাজার আত্মা তাঁর সঙ্গে নেই, একটি ছোট কুটিরে একটি তোতাপাখি আছে এবং তাঁর আত্মা সেই তোতাপাখির মধ্যে আছে ৷ নরেন্দ্র মোদির আত্মা আদানির সঙ্গে জুড়ে আছে । সত্য হল ক্ষমতা অন্য কারও হাতে । আদানিকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে গোয়েন্দা সংস্থাগুলিকে তল্লাশির জন্য মোতায়েন করা হয় ৷ আদানি পালাতে পারবেন না, আমরা তাঁকে ঘিরে রেখেছি । বিভ্রান্তির রাজনীতি হচ্ছে ৷"

এ দিন বিরোধী দলের নেতারা এ প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করেছেন ৷ অ্যাপলের স্ক্রিনশট তুলে ধরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে বিঁধেছেন মহুয়া মৈত্র ৷ তিনি তাঁর পোস্টে প্রিয়াঙ্কা চতুর্বেদীকে ট্যাগ করেছিলেন ৷ প্রিয়াঙ্কাও একই মেসেজের স্ক্রিনশট পোস্ট করে লিখেছেন, "আশ্চর্য, এটা কে ? আপনার লজ্জা পাওয়া উচিত ।" কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে ট্যাগ করে এ কথা লিখেছেন তিনি ৷ মহুয়া মৈত্রের পোস্টের জবাবে প্রিয়াঙ্কা লিখেছেন, "তাই, শুধু আমি নই, মহুয়া মৈত্রও অ্যাপলের কাছ থেকে এই সতর্কতা পেয়েছেন । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কি তদন্ত করবে ?"

আরও পড়ুন:তাঁর ফোন-ইমেল হ্যাকের চেষ্টা কেন্দ্রের, অ্যাপলের সতর্কীকরণ প্রকাশ্যে এনে অভিযোগ মহুয়ার

একই অভিযোগ এনেছেন তিরুবনন্তপুরমের কংগ্রেস সাংসদ শশী থারুরও ৷ তিনি লেখেন, "একটি অ্যাপল আইডি থেকে প্রাপ্ত, HYPERLINK "mailto:threat-notifications@apple.com"threat-notifications@apple.com, যা আমি যাচাই করেছি । সত্যতা নিশ্চিত করা হয়েছে । আমার মতো করদাতাদের খরচে কর্মহীন আধিকারিকদের ব্যস্ত রাখতে পেরে আনন্দিত ! এর থেকে গুরুত্বপূর্ণ আর কিছুই করার ছিল না ?" তিনি তাঁর এই পোস্ট প্রধানমন্ত্রীর কার্যালয়, কংগ্রেস, দলের প্রধান মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধিকে ট্যাগ করেছেন ৷

আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা একটি দীর্ঘ পোস্টে একই অভিযোগ করেছেন ৷ তিনি লেখেন, 'অ্যাপলের কাছ থেকে একটি উদ্বেগজনক বিজ্ঞপ্তি' পেয়েছেন যা তাঁকে তাঁর ফোনে একটি সম্ভাব্য রাষ্ট্র-স্পন্সরড স্পাইওয়্যার আক্রমণ সম্পর্কে সতর্ক করেছে ।

তিনি লেখেন "আমি আমার সংসদীয় দায়িত্ব পালনের জন্য আমার স্মার্টফোন ব্যবহার করি — আমার নির্বাচনী এলাকার সদস্যদের সঙ্গে জড়িত থাকার জন্য, অনুরোধগুলিকে মেটানোর জন্য এবং সহায়তা প্রদান করতে আইফোন ব্যবহার করি । আমি এটিকে কেন্দ্রীয় সরকারের স্বৈরাচারী কার্যকলাপকে প্রশ্নবিদ্ধ করার জন্যও ব্যবহার করি । এটি আমার সঙ্গে যোগাযোগ করার জন্য ব্যবহৃত একটি যন্ত্রও । দলের সহকর্মী, কর্মী এবং নির্বাচনের জন্য স্বেচ্ছাসেবক । আমি আমার মিডিয়া উপস্থিতি সমন্বয় করার জন্য এটি ব্যবহার করি । এটি এমন একটি ডিভাইস যা আমি আমার চলমান মামলাগুলির কয়েকটিতে আইনজীবীদের সঙ্গে আইনি কৌশল নিয়ে আলোচনা করতে ব্যবহার করি ৷" ফোন হ্যাক করার প্রচেষ্টা দেশের গণতান্ত্রিক স্বার্থ এবং দেশের জনগণের উপর আক্রমণ বলে অভিহিত করেছেন আপ সাংসদ । তাঁর শেয়ার করা বার্তায় বলা হয়েছে, "সতর্কতা: রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হামলাকারীরা আপনার আইফোনকে টার্গেট করতে পারে ৷"

আরও পড়ুন:দিল্লির আবগারি দুর্নীতি মামলায় এবার অরবিন্দ কেজরিওয়ালকে তলব ইডি'র

সতর্কীকরণের যে স্ক্রিনশট পোস্ট করা হয়েছে তাতে লেখা আছে, "অ্যাপল বিশ্বাস করে যে আপনি রাষ্ট্রের স্পনসর করা আক্রমণকারীদের টার্গেট হচ্ছেন, যাঁরা আপনার অ্যাপল আইডির সঙ্গে সম্পর্কিত আইফোন হ্যাক করার চেষ্টা করছেন । এই আক্রমণকারীরা সম্ভবত আপনি কে বা আপনি যা করেন তার কারণে আপনাকে পৃথকভাবে টার্গেট করছে । যদি আপনার ডিভাইসটি হ্যাক করা সম্ভবপর হয়, তাহলে আপনার সংবেদনশীল ডেটা, যোগাযোগ বা এমনকি ক্যামেরা এবং মাইক্রোফোন অ্যাক্সেস করতে সক্ষম হতে পারে হামলাকারীরা । যদিও এটি একটি মিথ্যা অ্যালার্ম হতে পারে, দয়া করে এই সতর্কতাটি গুরুত্ব সহকারে নিন ৷"

সংবাদসংস্থা পিটিআই এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে অ্যাপলের কাছে পৌঁছলেও তাদের থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি । তবে এ বিষয়ে বিজেপি নেতা অমিত মালব্য তাঁর এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলেছেন, "সাধারণ সন্দেহভাজনরা 'রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক' আক্রমণ নিয়ে ঝড় তুলেছেন এবং শহীদ হওয়ার ভান করছেন, সবই ভালো…তবে এই হুল্লোড় অতীতের সব ঘটনার মতোই ভুল বলে প্রমাণিত হবে ৷ এ বিষয়ে অ্যাপলের প্রতিক্রিয়া পাওয়ার জন্য কেন অপেক্ষা করছেন না ? নাকি ক্ষোভ প্রকাশের সুযোগ ছেড়ে দেওয়া যাচ্ছে না?"

(সংবাদসংস্থা পিটিআই)

ABOUT THE AUTHOR

...view details