নয়াদিল্লি, 1 জুন : ব্ল্যাক ফাংগাস বা মিউকরমাইকোসিসের সংক্রমণ প্রতিরোধে সরকারি উদ্যোগের সমালোচনা করে ফের একবার কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ যা নিয়ে একটি টুইট করে কেন্দ্রের কাছে তিন প্রশ্ন রেখেছেন রাহুল গান্ধি ৷ যেখানে ব্ল্যাক ফাংগাস মহামারি নিয়ে কেন্দ্রকে স্পষ্ট ধারণা দিতে বলেছেন তিনি ৷
রাহুল গান্ধি এ দিন তাঁর টুইটারে লেখেন, ‘‘কেন্দ্রীয় সরকারকে ব্ল্যাক ফাংগাস মহামারি নিয়ে স্পষ্ট ধারণা দিতে হবে ৷ এক, অ্যামফোটেরিসিন বি ড্রাগের অপ্রতুলতা নিয়ে কেন্দ্র কী ব্যবস্থা নিয়েছে ? দুই, রোগীর কাছে এই ওষুধ পৌঁছে দেওয়ার নিয়ম কী ? তিন, চিকিৎসা না দিয়ে, সরকার কেনও সাধারণ মানুষকে নিয়মকানুনের মধ্য দিয়ে দিশেহারা করে তুলছে ?’’