পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ব্ল্যাক ফাংগাসের চিকিৎসা নিয়ে রাহুলের নিশানায় কেন্দ্র - বিজেপি

ব্ল্যাক ফাংগাসের সংক্রমণ বৃদ্ধি ও তার চিকিৎসা নিয়ে এবার কেন্দ্রকে নিশানা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ একটি টুইট করে কেন্দ্রে কাছে 3টি প্রশ্ন রেখেছেন রাহুল ৷

rahul-gandhi-again-targets-centres-efforts-to-curb-black-fungus or mucormycosis
ব্ল্যাক ফাংগাসের চিকিৎসা নিয়ে রাহুলের নিশানায় কেন্দ্র

By

Published : Jun 1, 2021, 2:26 PM IST

নয়াদিল্লি, 1 জুন : ব্ল্যাক ফাংগাস বা মিউকরমাইকোসিসের সংক্রমণ প্রতিরোধে সরকারি উদ্যোগের সমালোচনা করে ফের একবার কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ যা নিয়ে একটি টুইট করে কেন্দ্রের কাছে তিন প্রশ্ন রেখেছেন রাহুল গান্ধি ৷ যেখানে ব্ল্যাক ফাংগাস মহামারি নিয়ে কেন্দ্রকে স্পষ্ট ধারণা দিতে বলেছেন তিনি ৷

রাহুল গান্ধি এ দিন তাঁর টুইটারে লেখেন, ‘‘কেন্দ্রীয় সরকারকে ব্ল্যাক ফাংগাস মহামারি নিয়ে স্পষ্ট ধারণা দিতে হবে ৷ এক, অ্যামফোটেরিসিন বি ড্রাগের অপ্রতুলতা নিয়ে কেন্দ্র কী ব্যবস্থা নিয়েছে ? দুই, রোগীর কাছে এই ওষুধ পৌঁছে দেওয়ার নিয়ম কী ? তিন, চিকিৎসা না দিয়ে, সরকার কেনও সাধারণ মানুষকে নিয়মকানুনের মধ্য দিয়ে দিশেহারা করে তুলছে ?’’

আরও পড়ুন : ব্ল্যাক ফাংগাসের কবলে নাবালক-নাবালিকা, ভর্তি বেঙ্গালুরুর বাওরিং হাসপাতালে

তবে, এটাই প্রথম নয়, দু’দিন আগেই ভ্যাকসিনেশন ও করোনার চিকিৎসা নিয়েও কেন্দ্রকে নিশানা করেন কংগ্রেস সাংসদ ৷ এর আগে বিজেপি তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের প্রশাসনিক অদক্ষতাকে করোনা ও ব্ল্যাক ফাংগাসের সংক্রমণ বৃদ্ধির জন্য দায়ী করেছিলেন রাহুল গান্ধি ৷ প্রসঙ্গত, কর্নাটকে এখনও পর্যন্ত 1250 জন ব্ল্যাক ফাংগাস বা মিউকরমাইকোসিসে আক্রান্ত হয়েছেন ৷ যাঁদের মধ্যে 39 জনের মৃত্যু হয়েছে ৷ এমনকি মধ্যপ্রদেশেও 39 জনের এখনও পর্যন্ত ব্ল্যাক ফাংগাসের সংক্রমণের কারণে মৃত্যু হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details