বেঙ্গালুরু, 20 অক্টোবর : কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির বিষয়ে বিতর্কিত মন্তব্য করলেন কর্নাটক বিজেপির সভাপতি নলীন কুমার কাতিল ৷ হুবলিতে নির্বাচন পূর্ববর্তী বৈঠকে যোগ দিতে গিয়ে তিনি বলেন, "রাহুল গান্ধি মাদকাসক্ত এবং মাদক বিক্রেতা ৷" যে মন্তব্যকে ঘিরে কংগ্রেসের তরফে তীব্র সমালোচনা করা হয়েছে ৷ বিজেপি সভাপতির এই মন্তব্যের জন্য রাহুল গান্ধির কাছে ক্ষমা চাওয়ারও দাবি করেছে কংগ্রেস ৷ অনেকেই একে অপমানজনক এবং অসাংবিধানিক বলেও আখ্যা দিয়েছে ৷
হুবলির কর্নাটক বিজেপি সভাপতি নলীন কুমার কাতিল বলেন, "কে এই রাহুল গান্ধি ? যিনি একজন মাদকাসক্ত এবং মাদক বিক্রেতা ৷ একথা আমি বলছি না ৷ এটা সংবাদ মাধ্যমেই উঠে আসছে ৷" তিনি আরও বলেন, "রাহুল গান্ধি, সোনিয়া গান্ধি দলকে পরিচালনা করতে পারেন না ৷ যাঁরা একটা রাজনৈতিক দল চালাতে পারেন না তাঁরা কীভাবে দেশ চালাবেন ? জাতীয় দল পরিচালনা করার মতো যোগ্যতা নেই অথচ, দেশ পরিচালনার স্বপ্ন দেখছেন ৷ যা স্বপ্নই থেকে যাবে ৷ এরা আবার প্রধানমন্ত্রী মোদিজিকে নিয়ে কথা বলে ৷ পরের বার নির্বাচনের আগে কংগ্রেস ভেঙে যাবে ৷"