পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Raghav Chadha Suspension: রাঘব চাড্ডা 'সাসপেন্ড' নিয়ে রাজ্যসভার সচিবালয়কে নোটিশ সুপ্রিম কোর্টের - সুপ্রিম কোর্ট

প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতির মনোজ মিশ্রের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ প্রবীণ আইনজীবী রাকেশ দ্বিবেদী এবং আইনজীবী শাদান ফারসাতের দাখিল করা নোট পর্যবেক্ষণ করেছে ৷ সেই সঙ্গে আইনজীবীরা আদালতে জানিয়েছেন, যে সাসপেনশনের নির্দেশ দেওয়া হয়েছে তা নির্দিষ্ট অধিবেশনের বাইরে প্রসারিত হতে পারে না ৷

Etv Bharat
Etv Bharat

By PTI

Published : Oct 16, 2023, 4:37 PM IST

নয়াদিল্লি, 16 অক্টোবর: রাজ্যসভা থেকে অনির্দিষ্টকালের জন্য তাঁকে সাসপেন্ড করার নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন আম আদমি পার্টি (আপ) নেতা রাঘব চাড্ডা ৷ সোমবার সুপ্রিম কোর্ট তাঁর আবেদনের ভিত্তিতে শুনানির শুরুতেই রাজ্যসভার সচিবালয়কে নোটিশ পাঠাল ৷ একই সঙ্গে, মামলার বিচার করার ক্ষেত্রে অ্যাটর্নি জেনারেলের সহায়তাও চেয়েছে দেশের শীর্ষ আদালত।

প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতির মনোজ মিশ্রের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ প্রবীণ আইনজীবী রাকেশ দ্বিবেদী এবং আইনজীবী শাদান ফারসাতের দাখিল করা নোট পর্যবেক্ষণ করেছে ৷ সেই সঙ্গে আইনজীবীরা আদালতে জানিয়েছেন, যে সাসপেনশনের নির্দেশ দেওয়া হয়েছে তা নির্দিষ্ট অধিবেশনের বাইরে প্রসারিত হতে পারে না ৷ তাদের দাবি, যে অধিবেশন চলছিল রাজ্য়সভায় কেবলমাত্র সেই অধিবেশনের ক্ষেত্রেই কোনও সংসদ সদস্যকে সাসপেন্ড করা যেতে পারে ৷ সেই মর্মেই শীর্ষ আদালত কেবলমাত্র সেই আবেদনের ভিত্তিতেই রাজ্যসভা সচিবালয়কে নোটিশ জারি করেছে ৷ আগামী 30 অক্টোবর মামলার শুনানি হবে বলেও জানিয়েছে সুপ্রিম কোর্ট।

রাজ্যসভা সচিবালয় ছাড়াও, রাঘব চাড্ডার তরফে রাজ্যসভার সভাপতি এবং বিশেষাধিকার (প্রিভিলেজ) কমিটিকেও এই মামলায় পার্টি করা হয়েছে ৷ আইনজীবী রাকেশ দ্বিবেদী জানান, তিনি এই মুহূর্তে আবেদনে কোনও অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ চাইছেন না। গত 11 অগস্ট সংসদের নেতা পীযূষ গোয়েলের আনা একটি প্রস্তাব পাশ হয়েছিল রাজ্যসভায় ৷ সেক্ষেত্রে চাড্ডার বিরুদ্ধে অভিযোগ ছিল, দিল্লি অর্ডিন্যান্স সংক্রান্ত বিলের ক্ষেত্রে ভোটাভুটির সময় নির্বাচন কমিটিতে তাদের সম্মতি ছাড়া রাজ্যসভার কিছু সদস্যের নাম অন্তর্ভুক্ত করেছিলেন তিনি ৷ এরপরেই আপ নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্যসভা প্রিভিলেজ কমিটিতে অভিযোগ করে রাজ্যসভার নেতা পীযুষ গোয়েল ৷

আরও পড়ুন: নির্বাচনী বন্ডের বৈধতা মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে

ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি (সংশোধন) বিল, 2023- রাজ্যসভায় পেশ হয় বাদল অধিবেশনের শেষ দিনে ৷ আর ওইদিনই রাঘব চাড্ডার বিরুদ্ধে অভিযোগ আনে বিজেপি ৷ তাঁকে সাসপেন্ডও করা হয় ৷ নিয়মের চৃড়ান্ত লঙ্ঘন, অসদাচরণ, অবমাননাকর মনোভাব এবং আচরণের জেরে তাঁকে সাসপেন্ড করা হয় ৷ যদিও প্রিভিলেজ কমিটির তরফে এখনও কোনও রিপোর্ট পেশ করা হয়নি ৷ (পিটিআই)

ABOUT THE AUTHOR

...view details