হায়দরাবাদ, 17 জুন: 2024 সালের লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বিজেপি ও কংগ্রেসের মধ্যে সোশ্যাল মিডিয়ায় লড়াই আরও জোরদার হচ্ছে ৷ কখনও কখনও তা নিম্নমানের হয়ে যাচ্ছে বলে অভিযোগ ৷
রাহুল গান্ধিকে নিয়ে বিজেপি সোশ্যাল মিডিয়ায় একটি অ্যানিমেটেড ভিডিয়ো পোস্ট করেছে ৷ সেখানে তারা অভিযোগ করেছে যে রাহুল বিদেশি শক্তির সঙ্গে যোগসাজশ করে 'ভারত ভাঙার' চেষ্টা করছেন । 2024 সালের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ক্ষমতাচ্যূত করতেই রাহুল এটা করছেন ৷ এই ভিডিয়ো সামনে আসতেই তার মান নিয়ে প্রশ্ন উঠেছে ৷ নেটিজেনরা ভিডিয়োটিকে আদিপুরুষের সঙ্গে তুলনা করেছেন ৷
বিজেপি শনিবার ওই ভিডিয়োটি টুইট করে ৷ ভিডিয়োর শিরোনাম, ‘রাগা...এক মোহরা’ ৷ যার অর্থ রাহুলকে ঘুঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছে ৷ বিজেপির ওই ভিডিয়োতে দাবি করা হয়েছে যে মোদির নেতৃত্বে ভারতের অগ্রগতি বিদেশি শক্তির একাংশের সহ্য হচ্ছে না ৷ তাই তারা মোদিকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরাতে চায় ৷ সেই লক্ষ্যে সফল হতে তারা ব্যবহার করছে রাহুল গান্ধিকে ৷
ভিডিয়োর শেষে একটি হিন্দি ভয়েস ওভার দেওয়া হয়েছে ৷ যার অর্থ, রাহুল গান্ধি ভারতের জন্য কোনও কার্যকরী না হলেও ভারত বিরোধীদের জন্য অবশ্যই কার্যকরী হচ্ছেন ৷ ভারত ভাঙার চেষ্টা করছেন ৷ এই ভিডিয়ো দেখে নেটিজেনদের মন্তব্য, এই গ্রাফিক্স আদিপুরুষের থেকেও খারাপ হয়েছে ৷ কারও আবার দাবি, রাহুলের কাছে নাস্তানাবুদ হয়ে বিজেপি এমন কাজ করছে ৷
যদিও এই নিয়ে এখনও কংগ্রেসের কোনও বক্তব্য পাওয়া যায়নি ৷ ফলে কংগ্রেস এই নিয়ে প্রতিক্রিয়া দেওয়ার সময় কী বলে, এখন সেটাই দেখার ৷ প্রসঙ্গত, কংগ্রেসও মাঝেমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে একাধিক ভিডিয়ো বা ছবি পোস্ট করে, সেই নিয়েও নানা সময়ে সোশ্যাল মিডিয়া সমালোচনা করেন অনেকে ৷ রাজনৈতিক মহলের মতে, সোশ্যাল মিডিয়ায় কংগ্রেস ও বিজেপির সমর্থকরা রয়েছেন ৷ তাঁরাই পছন্দের রাজনৈতিক নেতার পোস্টে প্রশংসা করেন ৷ আবার বিরোধী রাজনৈতিক নেতার পোস্টে সমালোচনা করেন ৷ আবার পছন্দের রাজনৈতিক নেতাকে নিয়ে বিরোধী দল কিছু বললে তার সমালোচনা করেন ৷ এক্ষেত্রেও তাই হয়েছে ৷
আরও পড়ুন:মণিপুর নিয়ে চুপ কেন মোদি, প্রধানমন্ত্রীকে খোঁচা কংগ্রেসের