পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Kshama Bindu Wedding : বিজেপি নেতা ও মন্দির কর্তৃপক্ষের আপত্তি, প্রশ্ন উঠে গেল দেশের প্রথম 'নিজগামী' বিয়ে নিয়ে - ভদোদরার তরুণী ক্ষমা বিন্দু

ভদোদরার প্রাক্তন ডেপুটি মেয়র জানিয়েছেন, কোনও সভ্য সমাজে এরকম অরাজকতা চলতে দেওয়া যায় না ৷ মন্দির কর্তৃপক্ষও রাজি নয় এই বিয়েতে ৷ তাই প্রশ্ন উঠে গেল ক্ষমা বিন্দুর বিয়ে নিয়ে (sologamy wedding of Kshama Bindu) ৷

vadodara sologamy wedding
দেশের প্রথম নিজগামী বিয়ে

By

Published : Jun 3, 2022, 8:24 PM IST

ভদোদরা, 3 জুন: সঙ্গীর প্রয়োজন নেই, নিজেই নিজেকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন গুজরাতের ভদোদরার 24 বছরের তরুণী ক্ষমা বিন্দু ৷ আগামী 11 জুন হিন্দু রীতি মেনে তিনি নিজেকে নিজেকে বিয়ে করবেন বলে জানিয়েছে ক্ষমা (sologamy wedding of Kshama Bindu) ৷ ইতিমধ্যেই এই খবর ঝড় তুলেছে বিভিন্ন সামাজিক ও সংবাদমাধ্যমে ৷ ক্ষমা বিন্দুর বিয়েকে দেশের প্রথম 'নিজগামী বিয়ে' বলা হচ্ছে ৷ কিন্তু আদৌ এই বিয়ে হবে কি না, তা নিয়েই এবার প্রশ্ন উঠে গেল ৷ কারণ বিষয়টি নিয়ে আপত্তি তুলেছেন বিজেপি নেতা তথা ভদোদরার প্রাক্তন ডেপুটি মেয়র ৷

নিজেকে নিজে বিয়ে করার এই বিষয়টি হিন্দু সংস্কৃতি বিরোধী ও বিকৃত মানসিকতার প্রকাশ বলে মন্তব্য করেছেন ভদোদরার প্রাক্তন ডেপুটি মেয়র সুনীতা শুক্লা ৷ ক্ষমা জানিয়েছিলেন, ভদোদরার হরিহরেশ্বর মন্দিরে তিনি নিজেকে বিয়ে করবেন ৷ কিন্তু সুনীতা জানিয়েছেন, হিন্দু ধর্ম বিরোধী হওয়ায় মন্দিরে এই বিয়ে হতে দেওয়া যাবে না ৷ জানা গিয়েছে, ইতিমধ্যেই এই বিয়ে বাতিল করে দিয়েছে ওই মন্দির কর্তৃপক্ষ ৷

আরও পড়ুন : ছবিতে ক্ষমা বিন্দু, যাঁর নিজগামীতার সিদ্ধান্তে হইচই নেটপাড়ায়

ভদোদরার প্রাক্তন ডেপুটি মেয়র জানিয়েছেন, কোনও সভ্য সমাজে এরকম অরাজকতা চলতে দেওয়া যায় না ৷ নারী-পুরুষ সম্পর্কের পরিপন্থী এই বিয়ে ৷ মন্দিরে এই বিয়ে হতে দেওয়া যাবে না, ক্ষমা চাইলে মন্দিরের বাইরে এই বিয়ে করতে পারেন ৷

ABOUT THE AUTHOR

...view details