কলকাতা, 13 অক্টোবর : তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ রয়েছে ৷ সেই মামলায় আগাম জামিনের আবেদন জানিয়েছেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় ৷ বৃহস্পতিবার তার শুনানি রয়েছে ৷ এই পরিস্থিতিতে আগাম জামিন সংক্রান্ত মামলার তড়িঘড়ি শুনানির বিষয়ে প্রশ্ন তুললেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিজেপি নেতা বলেই কি তড়িঘড়ি জামিন সংক্রান্ত আবেদনের শুনানিতে সম্মতি দিল হাইকোর্ট ? প্রশ্ন তুলেছেন তিনি।
Kailash Vijayvargiya : কৈলাস বিজয়বর্গীয়র আগাম জামিন সংক্রান্ত মামলার তড়িঘড়ি শুনানি নিয়ে প্রশ্ন - কৈলাস বিজয়বর্গী
2018 সালে বিজেপির 3 নেতা কৈলাস বিজয়বর্গীয়, প্রদীপ জোশি ও জিষ্ণু বসুর নামে যৌন হেনস্থার অভিযোগ জানিয়েছিলেন একজন মহিলা ৷ কলকাতার ভবানীপুর থানায় অভিযোগ দায়ের হয়েছিল। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে পুলিশ।
2018 সালের একটি মামলায় গতকাল কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন জানিয়েছেন বিজয়বর্গী-সহ আরও দুই বিজেপি নেতা ৷ সেই মামলাতেই কলকাতা হাইকোর্টের নবনিযুক্ত প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব জরুরি ভিত্তিতে শুনানিতে সম্মতি দিয়েছেন। মামলাগুলি আগামিকাল শুনানি হওয়ার কথা। ইতিমধ্যেই অভিযোগকারী মহিলার আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য একটি ফেসবুক পোস্টে প্রশ্ন তোলেন, অভিযুক্তরা কি রাজনৈতিকভাবে প্রভাবশালী বলেই নবমীর দিন কলকাতা হাইকোর্টে বিশেষ শুনানিতে সম্মতি দেওয়া হল ?
আরও পড়ুন : ভোট-পরবর্তী হিংসা মামলায় পুলিশের আচরণে ক্ষুব্ধ হাইকোর্ট
তিনি লিখেছেন, "রাজনৈতিক প্রভাবশালী বলেই কয়েকজন অভিযুক্তর জামিন সংক্রান্ত মামলার শুনানিতে দ্রুত অনুমতি দেওয়া হল ? দেখে বিব্রত বোধ করছি।" 2018 সালে বিজেপির 3 নেতা কৈলাস বিজয়বর্গীয়, প্রদীপ জোশি ও জিষ্ণু বসুর নামে যৌন হেনস্থার অভিযোগ জানিয়ে ছিলেন একজন মহিলা ৷ কলকাতার ভবানীপুর থানায় অভিযোগ দায়ের হয়েছিল। অভিযোগের ভিত্তিতে তদন্ত করছিল পুলিশ। গ্রেফতারের সম্ভাবনা তৈরি হওয়ায় তড়িঘড়ি গতকাল কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানান তিন বিজেপি নেতা। কলকাতা হাইকোর্টের নবনিযুক্ত প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব নবমীর দিন অর্থাৎ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ বসিয়ে এই মামলা শুনানির অনুমতি দিয়েছেন। আর এই নিয়েই প্রশ্ন তুলেছেন আভিযোগকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য।