নয়াদিল্লি, 9 সেপ্টেম্বর: রানি দ্বিতীয় এলিজাবেথের প্রয়াণে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ শোকজ্ঞাপন করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধিও ৷ ইংল্যান্ডের স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু হয় (Queen Elizabeth II Demise) ৷ এর পর প্রধানমন্ত্রী টুইটারে লেখেন, ‘‘আমাদের সময়ের একজন সেরা ব্যক্তিত্ব হিসাবে তাঁকে মনে রাখা হবে ৷’’ রানির প্রয়াণে ব্রিটেনবাসী এবং রয়্যাল পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাহুলও ৷
প্রধানমন্ত্রী তাঁর শোকবার্তায় লেখেন, ‘‘মহারানি এলিজাবেথকে আমাদের সময়ের সেরা ব্যক্তিত্ব হিসাবে মনে রাখা হবে ৷ তাঁর নেতৃত্ব সকলকে অনুপ্রেরণা দেয় ৷ মানুষের কাছে তিনি পরিচিত মর্যাদাশীল এবং নম্র হিসাবে ৷ তাঁর মৃত্যুতে আমি শোকাহত ৷ এই দুঃখের সময়ে তাঁর পরিবার এবং ব্রিটেনের মানুষের প্রতি আমার সমবেদনা জানাই ৷’’
শুধু তাই নয় ৷ প্রধানমন্ত্রী (Narendra Modi), রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে তাঁর সাক্ষাতের স্মৃতিও স্মরণ করেন টুইটারে ৷ সেখানে তিনি লিখেছেন, ‘‘মহারানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে আমার সাক্ষাৎ মনে রাখার মতো । কখনই তাঁর দয়ালু এবং উষ্ণ অভ্যর্থনাকে ভুলতে পারব না ৷ সেই সাক্ষাতে মহাত্মা গান্ধী তাঁর বিয়েতে যে রুমাল উপহার দিয়েছিলেন সেটাও আমাকে দেখান রানি ৷ আমি সবসময় সেই ব্যবহার মনে রাখব ৷’’