লখনউ, 4 মার্চ: ভারতের সংবিধান অনুসারে, বিধানসভাগুলি কিছু বিশেষ ক্ষমতা ভোগ করে ৷ যেমন- বিশেষ পরিস্থিতিতে আদালত কক্ষের মতোই বিধানসভাতেও বিচার প্রক্রিয়া চলতে পারে (Quasi Judicial Power of Assembly) ৷ কিন্তু, প্রশ্ন হল, এই বিচার প্রক্রিয়ার মাধ্যমে দোষী ঘোষিত কোনও ব্যক্তিকে কারাবাসের শাস্তি দেওয়ার জন্য বিধানসভা চত্বরে অবস্থিত কোনও কক্ষকে কি কারাগার হিসাবে গণ্য করা যায় ? এই প্রশ্ন উঠছে ৷ কারণ, শুক্রবারই এক বিরল ঘটনার সাক্ষী ছিল উত্তরপ্রদেশ বিধানসভা (Uttar Pradesh Assembly) ৷ 2004 সালের একটি মামলায় দোষী সাব্যস্ত 6 পুলিশকর্মীকে একদিনের কারাবাসের সাজা শোনানো (One Day Imprisonment for 6 Cops) হয় বিধানসভার তরফে ৷ অধ্যক্ষ নির্দেশ দেন, বিধানসভার একটি কক্ষকেই কারাগার হিসাবে গণ্য করা হবে এবং সেখানেই শুক্রবার মধ্যরাত পর্যন্ত 6 দোষীকে বন্দি থাকতে হবে ৷ কয়েক বছর আগে পশ্চিমবঙ্গের একটি ঘটনায় বিধানসভায় বিচারের মুখোমুখি হয়েছিলেন কংগ্রেস নেতা অরূণাভ ঘোষ। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সম্পর্কে একটি মন্তব্যের জন্যও তাঁর একদিনের সাজা হয়েছিল।
তথ্যাভিজ্ঞ মহল বলছে, এই বিষয়টির বিশ্লেষণ সহজ নয় ৷ কারণ, সংবিধানে রাজ্যের বিধানসভাগুলিকে বেশ কিছু বিশেষ ক্ষমতা দেওয়ার কথা বলা হলেও সেগুলি নিয়ে স্বচ্ছতার অভাব রয়েছে ৷ যেমন- কারও বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ প্রমাণিত হলে তাঁকে কী সাজা দেওয়া হবে, কীভাবে সেই সাজা দেওয়া হবে, সেই বিষয়গুলি খুবই অস্পষ্ট ৷ ফলে এগুলি নিয়ে নানা সময় নানা বিতর্ক হয়েছে ৷