কলকাতা, 5 এপ্রিল : 'পুষ্পা, পুষ্পা রাজ ৷ আপুন ঝুকেগা নেহি শালা ৷' দিনকয়েক আগেই দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের পুষ্পা: দ্য় রাইজ-এর ডায়লগে মজেছিল আসমুদ্র হিমাচল ৷ শুধু সিনে-দুনিয়াই নয়, খেলার মাঠেও ছড়িয়ে পড়েছিল পুষ্পার ক্রেজ ৷ কিং কোহলি থেকে শুরু করে ক্যারিবিয়ান ব্র্যাভো, পুষ্পা ঝড়ে আক্রান্ত তারকারাও ৷ এবার মাধ্যমিকের উত্তরপত্রেও দেখা গেল আল্লুর ডায়লগ (Pushpa Raj Apun Likhega Nehi appears on Madhyamik answer sheet) ৷
রাজ্যে বেশ কয়েকদিন আগেই মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে ৷ এবার শুরু হয়েছে তার মূল্যায়ণ ৷ আর সেই খাতা দেখতে গিয়েই চোখ কপালে উঠেছে শিক্ষকের ৷ প্রশ্নের উত্তর নয়, পাতা জুড়ে গোটা গোটা অক্ষরে পুষ্পার ডায়লগ লিখেছে ছাত্র ৷ তবে একটু ঘুরিয়ে ৷ গোটা পৃষ্ঠা জুড়ে লেখা, 'পুষ্পা, পুষ্পা রাজ ৷ আপুন লিখেগা নেহি শালা ৷'
গোটা পৃষ্ঠা জুড়ে লেখা, ‘পুষ্পা, পুষ্পা রাজ ৷ আপুন লিখেগা নেহি সালা’ দিনকয়েক আগে বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের মুখেও এই সংলাপ শোনা গিয়েছিল ৷ এক ছাত্র উত্তরপত্রে ভোটে বহুল ব্যবহৃত ‘খেলা হবে’ও লিখে এসেছিল । কিন্তু সমস্ত কিছুকে ছাপিয়ে গিয়েছে এই ঘটনা ৷ যা নিয়ে কার্যত হাসির রোল উঠেছে নেট-দুনিয়ায় ৷
আরও পড়ুন : আইন ভেঙে মাথা ঝোঁকাতে বাধ্য হলেন পর্দার পুষ্পা, দিলেন জরিমানাও
যদিও এর মধ্যে অবশ্য কোনও কৌতুক খুঁজে পাচ্ছে না শিক্ষামহল ৷ তাঁদের মতে, করোনায় দু'বছর স্কুল-কলেজ বন্ধ ছিল ৷ ফলে অনেকেরই পড়াশোনার পাঠ চুকে গিয়েছে ৷ পরীক্ষার সময়ও দেখা গিয়েছে, প্রশ্ন হাতে পেয়ে হা করে বসে রয়েছে একাধিক পরীক্ষার্থী ৷ ‘হল-কালেকশন’ও ভুলে মেরে দিয়েছে অনেকে ৷ ফলে মাধ্যমিকের উত্তরপত্রে পুষ্পার সংলাপ দেখে হাসি পেলেও এই সমস্যার শিকড় অনেক গভীরে ৷