দেরাদুন, 4 জুলাই : উত্তরাখণ্ডের একাদশতম মুখ্যমন্ত্রী হিসেবে শপ থগ্রহণ করলেন পুষ্কর সিং ধামি । শেষ চার মাসে এই নিয়ে তৃতীয়বার মুখ্যমন্ত্রী বদল হল দেবভূমিতে । গতকাল বিজেপি বিধায়কদলের বৈঠকে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে উঠে আসে পুষ্কর সিং ধামির নাম । এরপর আজ বিকেলে শপথগ্রহণ করেন তিনি ।
নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের পর তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । টুইটারে তিনি লিখেছেন, "পুষ্কর সিং ধামি এবং অন্য যাঁরা যাঁরা আজ শপথবাক্য পাঠ করলেন, তাঁদের সকলকে অভিনন্দন । উত্তরাখণ্ডের প্রগতি ও উন্নয়নে কাজ করার জন্য তাঁদের আগাম শুভেচ্ছা ।"
শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও । ধামির নেতৃত্বে উত্তরাখণ্ডের মন্ত্রিসভা সেখানকার উন্নতিতে নতুন শক্তি ও গতি নিয়ে আসবে বলে মনে করছেন তিনি ।
শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন রাজনাথ সিং এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাও ।
আরও পড়ুন :
উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি
সবমিলিয়ে 11 জন বিজেপি বিধায়ক আজ শপথবাক্য পাঠ করেন । মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর ধামি বলেন, "আমি দলের প্রত্যাশা পূরণে যথাসাধ্য চেষ্টা করব । আমি তরুণ প্রজন্মকে নিয়ে কাজ করছি এবং তাঁদের ইস্যুগুলি আমি খুব ভালভাবে বুঝতে পারি । করোনা কীভাবে তাঁদের জীবন-জীবিকার উপর প্রভাব ফেলেছে, তা আমি জানি । তাঁদের এই কঠিন পরিস্থিতি থেকে সুরাহা দেওয়ার চেষ্টা করব এবং রাজ্যে শূন্যপদে তরুণদের নিয়োগের চেষ্টা করব ।"