পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি - NEW CM OF UTTARAKHAND

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়ে আজ দুপুর 3টেয় দেরাদুনে বিজেপি-র বিধায়কদের বৈঠক ছিল ৷ সেই বৈঠক শেষেই নতুন মুখ্যমন্ত্রী হিসেবে পুষ্কর সিং ধামির নাম ঘোষণা হল ৷

s
s

By

Published : Jul 3, 2021, 3:51 PM IST

Updated : Jul 3, 2021, 4:46 PM IST

দেরাদুন, 3 জুলাই : উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হলেন পুষ্কর সিং ধামি ৷ শুক্রবার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পদ ছাড়েন তিরথ সিং রাওয়াত ৷ মাত্র 4 মাস আগে তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন ৷ এর পর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে পুষ্কর সিং ধামিকে বেছে নেওয়া হল ৷

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়ে আজ দুপুর 3টেয় দেরাদুনে বিজেপি-র বিধায়কদের বৈঠক ছিল ৷ দলের উত্তরাখণ্ডের রাজ্য সভাপতি মদন কৌশিকের নেতৃত্ব বৈঠক হয় ৷ সেই বৈঠক শেষেই নতুন মুখ্যমনন্ত্রী হিসেবে পুষ্কর সিং ধামির নাম ঘোষণা হল ৷

ধামির নির্বাচনের পর সতীর্থ অজয় ভাট বলেন, "দলের সিদ্ধান্তে আমরা সকলে খুশি ৷ আমরা এক তরুণ নেতাকে পেলাম ৷ আসন্ন বিধানসভা নির্বাচনে বড় ব্যবধানে বিরোধীদের হারাব ৷"

মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার পর পুষ্কর সিং ধামিকে শুভেচ্ছা সতীর্থ বিধায়কদের

আরও পড়ুন: উত্তরাখণ্ডে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন তিরথ সিং রাওয়াত

মুখমন্ত্রী নির্বাচিত হয়ে সংক্ষিপ্ত প্রতিক্রিয়া দিয়েছেন পুষ্কর সিং ধামি ৷ তিনি বলেন, "একজন সাধারণ কর্মীকে, একজন প্রাক্তন সৈনিকের সন্তানকে মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে দল ৷ মানুষের কল্যাণে সকলে মিলে কাজ করব ৷ সংক্ষিপ্ত সময়ে সকলের সাহায্য নিয়ে জনসেবার চ্যালেঞ্জ নিতে তৈরি আমরা ৷"

Last Updated : Jul 3, 2021, 4:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details