পঞ্জাব, 31 ডিসেম্বর: কানাডায় নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু হল ভারতীয় তরুণের ৷ পঞ্জাবের কোটকাপুরা বাসিন্দা করণবীর সিংয়ের দেহ দেশে ফেরাতে কেন্দ্রের দ্বারস্থ হয়েছে তাঁর পরিবার ৷ জানা গিয়েছে, দেড় বছর আগে চারণভূমি ও উদ্যান পালন বিষয়ে পড়াশোনা করতে কানাডার উইনিপেগে গিয়েছিলেন করণবীর ৷ সেখানেই গত দু’দিন ধরে অসুস্থ ছিলেন 20 বছরের এই তরুণ ৷
করণবীর সিংয়ের বাবা গুরদাস সিং জানিয়েছেন, স্কুলের পড়াশোনা শেষ করে উচ্চশিক্ষার জন্য শিক্ষা ঋণ নিয়ে ছেলেকে বিদেশে পাঠিয়েছিলেন ৷ সেখানে চারণভূমি ও উদ্যান বিষয়ে পড়াশোনা করছিলেন করণবীর ৷ পাশাপাশি একজন ভালো বাস্কেটবল খেলোয়াড় ছিলেন তিনি ৷ জাতীয় স্তরে বাস্কেটবল টুর্নামেন্টে অংশ নিয়ে করণবীর প্রশংসিত হয়েছিলেন ৷ দেড় বছর ধরে উইনিপেগে পড়াশোনার পাশাপাশি, সেখানেও বাস্কেটবল খেলা শুরু করেছিলেন ৷
কিন্তু, গত 24 ডিসেম্বর করণবীর তাঁর বাবা গুরদাস সিংকে ফোন করেন ৷ ফোনে তিনি জানান, তাঁর পীঠে সামান্য ব্যাথা হচ্ছে ৷ তারপর দু’দিন আগেও গুরদাস সিংয়ের ফোনে কথা হয়েছিল ছেলের সঙ্গে ৷ সেই সময়ও করণবীর ভালো ছিলেন বলে জানিয়েছেন গুরদাস ৷ কিন্তু, শনিবার হঠাৎই কানাডা থেকে ফোন আসে যে, তাঁর ছেলে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৷ কীভাবে দু’দিনের মধ্যে করণবীর অসুস্থ হয়ে পড়লেন, তা ভাবাচ্ছে গুরদাস সিং এবং তাঁর পরিবারকে ৷
এই পরিস্থিতি ছেলের দেহ দেশে ফেরাতে কেন্দ্রীয় সরকারের সাহায্য চেয়েছেন গুরদাস সিং ৷ তিনি জানিয়েছেন, ঋণ নিয়ে ছেলেকে বিদেশে পড়াশোনা করতে পাঠিয়েছিলেন ৷ সেখানে গিয়ে ছেলের হঠাৎ মৃত্যুতে, তাঁরা কার্যত সর্বহারা এখন ৷ আর্থিক পরিস্থিতি এতটাও স্বচ্ছ্বল নয়, যে করণবীরের দেহ তাঁরা নিজেদের উদ্যোগে দেশে ফেরাতে পারবেন ৷ এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার একমাত্র তাঁদের সাহায্য় করলে, শেষবারে মতো ছেলেকে দেখতে পারবেন ৷ পাশাপাশি, করণবীর সিংয়ের শেষকৃত্যু পরিবার কোটকাপুরাতে করতে চান ৷ জাতীয়স্তরের খেলোয়াড় অমনদীপ সিং বাবা করণবীরের দেহ ভারতে ফেরাতে পরিবারকে নিজের সাধ্য মতো সাহায্য়ের আশ্বাস দিয়েছেন ৷ তিনি এবং করণবীর একসঙ্গে বাস্কেটবল খেলতেন ৷
আরও পড়ুন:
- তুরস্কে নিখোঁজ ভারতীয় নাবিকের দেহ উদ্ধার গভীর সমুদ্রে, মৃত্যুর খবর মানতে নারাজ পরিবার
- বহুতল আবাসনের 33 তলা থেকে পড়ে মৃত্যু তথ্য-প্রযুক্তি কর্মীর