নয়াদিল্লি, 12 জানুয়ারি: পাকিস্তানের হাইকমিশনের আধিকারিকদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন এক মহিলা (woman alleges molestation by Pakistan embassy) ৷ তাঁর দাবি, ঘটনাটি বছরখানেক আগেকার ৷ সেই সময় তিনি ভিসার জন্য নয়াদিল্লির পাকিস্তান হাইকমিশনে যান ৷ তখনই ওই ঘটনা ঘটে ৷ জানা গিয়েছে, ওই মহিলা পেশায় অধ্যাপক ৷ তাঁর অভিযোগ, ভিসা দেওয়ার পরিবর্তে তাঁর কাছ থেকে শারীরিক চাহিদা মেটানোর দাবি করা করা হয়েছিল (sexual favours for visa) ৷
ঠিক কী ঘটেছিল:জানা গিয়েছে যে ওই মহিলা প্রথমে 2021 সালের মার্চ মাসে এবং তারপরে আবার 2022 সালের জুনে পাকিস্তানের দূতাবাসে গিয়েছিলেন । তাঁর কাছে ভিসা চাওয়ার কারণ জানতে চাওয়া হয় ৷ তিনি জানান যে তাঁকে লাহোরে যেতে হবে ৷ সেখানকার বিভিন্ন স্মারকের ছবি তুলবেন আর সেগুলি নিয়ে লিখবেন ৷ একটি বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেওয়ার আমন্ত্রণও রয়েছে তার কাছে ৷
মহিলা দাবি করেছেন, দূতাবাসের আধিকারিকরা তাঁকে বলেছিলেন যে তাঁর ভিসা দেওয়া যাবে না ৷ কারণ, পাকিস্তান রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে । তিনি যখন দূতাবাস থেকে বের হচ্ছিলেন, তখন অন্য একজন আধিকারিক এসে তাঁকে অস্বস্তিকর প্রশ্ন করতে শুরু করেন । ইন্ডিয়া টুডে-কে ওই মহিলা জানিয়েছেন, সেই আধিকারিক তাঁর হাত ধরেন ৷