হোশিয়ারপুর, 29 সেপ্টেম্বর: গুলিতে খুন হলেন শিরোমনি আকালি দলের নেতা সুরজিৎ সিং আঁখি ৷ পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় দু'জন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী তাঁকে গুলি করে ৷ একসময় গ্রাম প্রধানের ভূমিকা পালন করতেন সুরজিৎ। এখন সেই দায়িত্বে রয়েছেন তাঁর স্ত্রী ৷ স্থানীয় ডিএসপি তালউইন্দার সিং জানিয়েছেন, এসএডি নেতা সুরজিৎ সিং আঁখি বাড়ির কাছে একটি মুদির দোকানের বাইরে বসেছিলেন ৷ তখনই তাঁকে লক্ষ্য করে গুলি চলে ৷
জানা গিয়েছে আনুমানিক সন্ধ্যা 7টার সময় সুরজিৎ সিং তাঁর এলাকার একটি মুদির দোকানের বাইরে বসেছিলেন ৷ দু'জন ব্যক্তি বাইকে করে সেখানে আসেন ৷ তারা নেতাকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি করে ৷ সুরজিৎ সিং আঁখিকে সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷
তবে সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ সুরজিৎ সিং মেগোয়াল গঞ্জিয়ান গ্রামের প্রধান ছিলেন ৷ এখন সেই জায়গায় রয়েছেন তাঁর স্ত্রী ৷ পুলিশ জানিয়েছে, এই খুনের নেপথ্যে কারণ কী, তা এখনও জানা যায়নি ৷ অজ্ঞাতপরিচয় ওই দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে ৷